Breaking News

চোর ভেবে শিক্ষককে গণধোলাই,প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে মালদহে জাতীয় সড়ক অবরোধ আদিবাসীদের!

দেবরীনা মণ্ডল সাহা :- আদিবাসী শিক্ষককে মারধরের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষদের | শুক্রবার এই বিক্ষোভের জেরে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হল মালদহের ইংরেজবাজারের রথবাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে| পুলিশ অবরোধ তুলতে এলে তীর-ধনুক নিয়ে সরব হয় বিক্ষোভকারীরা | এদিন মালদহ, দুই দিনাজপুর, বীরভূম সহ বিভিন্ন জেলার একাধিক আদিবাসী সংগঠনের সদস্যরা এই আন্দোলনে সামিল হন | একেবার ধামসা মাদল নিয়ে তাঁরা এলাকায় জড়ো হন| অশান্তি এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় | রাস্তায় বসে পড়েন আদিবাসী সংগঠনের লোকজন|তাঁদের অভিযোগ পুরসভার মালঞ্চ পল্লি এলাকায় সম্প্রতি আদিবাসী শিক্ষক সুদীপ কুন্ডুকে চোর সন্দেহে মারধর করা হয়েছিল | প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে | অন্যতম অভিযোগ প্রাক্তন কাউন্সিলর এখনও পলাতক | এবার তার গ্রেফতারির দাবিতে সরব আদিবাসীরা | শুক্রবার দীর্ঘক্ষণ অবরূদ্ধ থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক| এলাকায় ক্রমেই উত্তেজনা ছড়াতে থাকে |
পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীদের একাংশ | ৭২ ঘণ্টার মধ্যে প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতারের দাবি জানানো হয়েছে | তবে পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ ওঠে| ঘটনা গত ১৭ অক্টোবরের,স্থানীয় সূত্রে জানা গিয়েছে মালদহ শহরের মালঞ্চপল্লীর বাসিন্দা প্রাক্তন তৃণমূল কাউন্সিলার পরিতোষ চৌধুরীর বাড়িতে এক চোর ঢুকে সাইকেল চুরি করে | সিসিটিভিতে সেই চুরি দেখে চোরকে তাড়া করে এলাকার লোকজন | সেই সময় উত্তেজিত জনতা ভুলবশত সুদীপ টুডু নামে এক প্রাথমিক স্কুলের শিক্ষককে ধরে মারধর শুরু করেন | গণপিটুনিতে গুরুতর আহত ওই শিক্ষক|এরপর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সমাজ |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *