দেবরীনা মণ্ডল সাহা :- ফিরহাদ হাকিমের সভায় হাজির থাকার ‘অনুরোধ’ করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে তৃণমূল নেতারা বলে অভিযোগ | আর যার জেরে মালদহে চরম অস্বস্তিতে পড়ল শাসকদল | শনিবার এই ঘটনা ঘটে মালদহের হরিশ্চন্দ্রপুরের গোলামোড় নবগ্রামে |আগামীকাল অর্থাৎ রবিবার কলিগ্রামে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নয়া বাস ডিপো উদ্বোধনের কথা ছিল | শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ হয়েছিল | আজ চাঁচলের কলেজের মাঠে হেলিপ্যাডে হেলিকপ্টারও মহড়া করতে আসে | কিন্তু, তার এক ঘণ্টা পরেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা করা হয় |এদিকে এই সভা নিয়ে আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি | সভায় লোক জড়ো করতে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েছিলেন তৃণমূল নেতা-কর্মীরা|তবে গ্রামের বাসিন্দাদের সভায় যাওয়ার কথা বলেতেই বাধে বিপত্তি |
স্থানীয়দের হাতে হেনস্থার শিকার হতে হয় তাঁদের | নেতাদের ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেন স্থানীয়রা বলে অভিযোগ | কোনওরকমে ওই এলাকা থেকে পালিয়ে যান তাঁরা| ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরের ১ নম্বর ব্লকের হরিচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গোলামোড় নবগ্রামে|গ্রামবাসীদের অভিযোগ, সারা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনায় লক্ষ লক্ষ পাকা বাড়ি হলেও তাদের নাম তালিকা থেকে বারবার বাদ পড়ে যায় | গ্রামে বহু পরিবার পলিথিনের চাদরের নীচে বাস করছেন | কিন্তু কোনও হেলদোল নেই তৃণমূল নেতাদের | তারা শুধু ভোটের রাজনীতি করতে ব্যস্ত |এ বিষয়ে বিজেপি নেতা বলেন, ‘ভোটের রাজনীতি করতে গ্রামে গিয়েছিল তৃণমূল | মানুষ ঘাড় ধাক্কা দিয়েছে বেশ করেছে | এই ঘটনায় প্রমাণিত প্রশাসন পাশে না থাকলে তৃণমূল মানুষ থেকে ঠিক কতটা বঞ্চিত |’