Breaking News

মুঘলসরাই,এলাহাবাদের পর ফৈজাবাদ,মুঘল নাম সরিয়ে ফৈজাবাদ জংশনের নাম বদলে অযোধ্যা ক্যান্টনমেন্ট করার সিদ্ধান্ত যোগীর !

দেবরীনা মণ্ডল সাহা :- মুঘলসরাই, এলাহাবাদের পর এবার ফৈজাবাদ| মুঘল নাম সরিয়ে ফেলে নতুন নামকরণের ধারা অব্যাহত যোগী রাজ্যে | মুঘল ইতিহাস মুছে উত্তরপ্রদেশের ফৈজাবাদ রেল স্টেশনের নাম রাখা হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট | শনিবারই এই সিদ্ধান্তকে ছাড়পত্র দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর, টুইট করে সেই খবর জানানো হয়েছে|
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকেই যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের একের পর এক শহরের নাম পরিবর্তন করে চলেছেন | নাম পরিবর্তনের তালিকায় রয়েছে একাধিক রেলস্টেশন | এর আগেই মুঘলসরাই রেল স্টেশনের নাম বদলে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় রেলস্টেশন | পাল্টানো হয়েছে এলাহাবাদের নামও | বর্তমানে, এলাহাবাদ পরিচিত প্রয়াগরাজ বলে | এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের প্রধান তিন বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাবও দিয়েছে উত্তরপ্রদেশ সরকার| তবে শুধু যোগী আদিত্যনাথ নয় ফৈজাবাদ রেলস্টেশনের নাম পরিবর্তন করার ইচ্ছা প্রকাশ করেছিল বিশ্ব হিন্দু পরিষদও | বছর দুই আগেই বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল ফৈজাবাদের নাম পরিবর্তন করা হোক | নাম পরিবর্তন করে উত্তরপ্রদেশকে সম্পূর্ণভাবে হিন্দু রাজ্যে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যোগী সরকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *