Breaking News

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হাজারের গণ্ডি ছুঁইছুঁই!জেলাশাসক-পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক মুখ্যসচিবের

প্রসেনজিৎ ধর :- দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ফের রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ | গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় সংক্রমণ শুধু বাড়েনি, হাজারের গণ্ডি ছোঁয়ার মুখে পৌঁছে গিয়েছে | একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৭৪ জন | নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার অর্থা‍ৎ পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২৬ শতাংশে |এদিকে, করোনার বাড়বাড়ন্ত রুখতে শনিবারও নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যসচিব এইচ.কে.দ্বিবেদী | নতুন করে কনটেনমেন্ট জোন তৈরি, রাত্রিকালীন বিধিনিষেধ, মাস্ক পরার মতো বিধি মেনে চলার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব | এদিন সমস্ত জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করেছেন তিনি | শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে | নতুন করে আরও ৪৩ হাজার ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে | এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত এক কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৫৬৭টি নমুনা পরীক্ষা করা হল| নয়া নমুনা পরীক্ষায় ৯৭৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | যার ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৫ হাজার ৪৬৬ জনে | করোনার ছোবলে আরও ১২ জনের মৃত্যু হয়েছে| এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৪৫ জন |’

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *