অভিষেক সাহা, মালদহ :- মর্মান্তিক ঘটনা!নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ি বিরুদ্ধে | চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহ জেলার ইংরেজবাজার থানার চন্ডিপুর খাসকোল এলাকায় | মৃত গৃহবধূর নাম চুমকি মণ্ডল(২০) | অভিযুক্ত স্বামী চিরঞ্জিত মণ্ডল | পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় ভুতনি থানা এলাকার বাসিন্দা বিমল মন্ডল এর সাথে ইংরেজ বাজার থানার চন্ডিপুর খাসকোল এলাকার পেশায় দিনমজুর চিরঞ্জিত মন্ডল এর সাথে সামাজিক মতে বিবাহ হয় গত একবছর আগে | পরিবার সূত্রে জানা যায় তাদের মধ্যে মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর পারিবারিক গন্ডগোল লেগেই থাকত | দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূকে মদ্যপ অবস্থায় এসে শারীরিক ও মানসিক অত্যাচার করত তার স্বামী | আজ সকালে মৃত গৃহবধূর বাপের বাড়ির পরিবারের কাছে খবর যায় গ্রামের মারফত তার মেয়ে মারা গেছে | এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি ছুটে যায় শ্বশুরবাড়িতে | সেখানে গিয়ে দেখতে পাই তার মেয়ের মৃতদেহ | খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ | এই ঘটনায় স্বামীসহ তার পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মেয়েটির বাপের বাড়ির লোক| পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনে |
শ্বাসরোধ করে খুন এর পেছনে অন্য কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ|

Hindustan TV Bangla Bengali News Portal