প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ আরও দুই আরএসএস নেতা| স্বস্তিতে আরএসএস নেতা জিষ্ণু বসু এবং প্রদীপ জোশি | কলকাতা হাইকোর্টে আজ অন্তর্বর্তীকালীন আগাম জামিনের মেয়াদ বাড়ল কৈলাস বিজয়বর্গীয় সহ ৩ জনের | বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেয় | প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ শে নভেম্বর শরৎ বোস রোড এর একটি ফ্ল্যাটে এক মহিলাকে ধর্ষণ করেন এই তিন নেতা বলে অভিযোগ | আরও অভিযোগ এই ঘটনার পর থেকেই তাকে এবং তার পরিবারকে খুনের হুমকি দেওয়া শুরু হয় | হুমকির এই অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালে সরশুনা এবং ২০২০ সালে বোলপুর এই দুই থানায় অভিযোগ দায়ের হয় | যদিও সরশুনা থানার অভিযোগের নিষ্পত্তি করেছে পুলিশ | কিন্তু ২০২০ সালে আলিপুর নিম্ন আদালতের দ্বারস্থ হন ওই মহিলা | সেখানে তিনি গণধর্ষণের অভিযোগ করেন | এফআইআর দায়ের করার আবেদন জানান বিচারকের সামনে | এফআইআর দায়ের করার আবেদন খারিজ করে আলিপুর আদালত | চলতি বছরের পয়লা অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী নিম্ন আদালতকে ফের তার আবেদন বিবেচনা করার নির্দেশ দেন | হাইকোর্টের পয়লা অক্টোবরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করছেন এই তিন নেতা | এখন দেখবার মামলা কোনদিকে গড়ায় | তবে এই ঘটনাতে চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব | যদিও পাল্টা দাবি, বিজেপি নেতাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে |আগামী পরশু ফের শুনানি |