Breaking News

ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু ৫ অভিযাত্রীর দেহ ফিরল কলকাতায়,কফিনবন্দি হয়ে ফিরল গ্রেটার নয়ডায় দুর্ঘটনায় মৃত হাওড়ার দুই বাসিন্দার দেহ ও!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- উত্তরাখণ্ডের পাঁচ বাঙালি অভিযাত্রীর নিথর কফিনবন্দি দেহ ফিরল কলকাতায় | একইদিনে দিল্লি থেকে কফিনবন্দি হয়ে ফিরলেন হাওড়ার দুই বাসিন্দা | অক্টোবরের প্রথম সপ্তাহে উত্তরাখণ্ডের দুর্গম পার্বত্য এলাকা ট্রেকিংয়ে গিয়েছিলেন বঙ্গের মোট ৬ জন অভিযাত্রী | কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পাঁচজনেরই মৃত্যু হয়েছে | একজন এখনও নিখোঁজ| সুখেন মাজি নামে সেই ব্যক্তির জন্য চিন্তিত তাঁর পরিবার| সোমবার ৫ জনের দেহ উত্তরাখণ্ড থেকে ফিরেছে কলকাতায় | সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডল, শুভায়ন দাস এই পাঁচজনের পরিবার দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন | সোমবার সকাল ৮টা ১৫ নাগাদ দমদম বিমানবন্দরে নামে ইন্ডিগোর 6C2346 বিমানটি | তাতে ছিল তিনজনের দেহ | এরপর ১০টায় বাকি ২ জনের দেহ নিয়ে অবতরণ করে 6E5573 বিমান | কফিনবন্দি ৫টি দেহ একসঙ্গেই বেরোয় বিমানবন্দর থেকে |সেখানেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন | পরিস্থিতি সামলাতে সেখানে ছিল বিধাননগর পুলিশ | পরিবারগুলির পাশে থাকতে হাজির হয়েছিলেন দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের বিডিও-ও| নিহতদের ৫ জনের মধ্যে চারজনই বিষ্ণুপুরের বাসিন্দা |
অন্যদিকে গতকাল আগ্রা যাওয়ার পথে, গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে উল্টোদিক থেকে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্কুলশিক্ষক স্বপন ভট্টাচার্য ও তাঁর প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ী সমীর মণ্ডলের ছেলে শচিন মণ্ডলের | আজ ২ জনের দেহ পৌঁছয় কলকাতা বিমানবন্দরে | গত বৃহস্পতিবার,হাওড়ার ডোমজুড়ের মুখার্জি পাড়ার বাসিন্দা পেশায় স্কুলশিক্ষক স্বপন ভট্টাচার্য ও স্বর্ণ ব্যবসায়ী সমীর মণ্ডলের পরিবারের ৯ জন সদস্য দিল্লি রওনা দেন | দিল্লি ঘুরে রবিবার সকালে তাঁরা, যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন আগ্রায় | পরিবারের দাবি, গ্রেটার নয়ডার কাছে তাঁদের গাড়ি খারাপ হয়ে যায় |দাঁড়িয়ে থাকা গাড়িটিতে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারলে, শিক্ষক স্বপন ভট্টাচার্য ও তাঁর প্রতিবেশী স্বর্ণ ব্যবসায়ীর ছেলে সচিন মণ্ডলের মৃত্যু হয় | ড্রাইভারের পাশের আসনে দু’জন বসে ছিলেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *