প্রসেনজিৎ ধর, কলকাতা :- এখনও পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে উদ্বেগ কাটেনি | এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, আপাতত তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে | অক্সিজেনও দিতে হচ্ছে মাঝে মধ্যে | হাসপাতাল সূত্র খবর, হৃদপিণ্ডের সমস্যা আছে সুব্রতের | সঙ্গে সিওপিডি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যাও আছে | একাধিক পরীক্ষার পর সংক্রমণ ধরা পড়েছে তাঁর বুকেও | শ্বাসকষ্টের কারণে তাঁকে সোমবার সকালে আইসিসিইউতে স্থানান্তর করা হয় | ইতিমধ্যে তৈরি হয়েছে ছয় সদস্যের বিশেষ মেডিকেল বোর্ড | তাতে হৃদরোগ,মেডিসিন-সহ একাধিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা আছেন | হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে | পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে | এসএসকেএম সূত্রে জানা গিয়েছে, ছয় সদস্যের মেডিক্যাল বোর্ডে কার্ডিওলজির সরোজ মণ্ডল ছাড়াও রয়েছেন সিসিইউ স্পেশালিস্ট অসীম কুণ্ডু, মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, রেসপিরেটরি মেডিসিন স্পেশালিস্ট সোমনাথ কুণ্ডু,এন্ডোক্রিনোলজি স্পেশালিস্ট সুজয় ঘোষ,নেফ্রোলজি স্পেশালিস্ট অর্পিতা রায় চৌধুরী,বিভিন্নরকম ওষুধ চলছে | মন্ত্রীকে আপাতত বিপন্মুক্ত বলা যাবে না | শারীরিক অবস্থাও স্থিতিশীল নয়।এমএসভিপি পীযুশ রায় বলেন,”মেডিক্যাল বোর্ডের বক্তব্য অনুযায়ী এখনও সুব্রত মুখোপাধ্যায় বিপদমুক্ত নন | স্থিতিশীল বলা যাবে না| তবে চেষ্টা করা হচ্ছে সব সময় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার | আমরা চাইব উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন | ওনার শরীরের সমস্ত প্যারামিটার পর্যবেক্ষণে সব সময়ই মেডিক্যাল বোর্ড রয়েছে |”