Breaking News

হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন উত্তরপ্রদেশের দুই কংগ্রেস নেতা,ছটপুজোর পর উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা!

দেবরীনা মণ্ডল সাহা :- গোয়ার পর এবার উত্তরপ্রদেশ কংগ্রেসে বড় ধাক্কা দিল তৃণমূল | কংগ্রেস ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দিলেন উত্তরপ্রদেশের দুই কংগ্রেস নেতা | মমতা বন্দোপাধ্যায়ের উপস্থিতিতে এদিন শিলিগুড়িতে তৃণমূলে যোগ দিলেন কমলাপতি ত্রিপাঠীর দুই নাতি ললিতপতি ও রাজেশপতি ত্রিপাঠি | ছটপুজোর পর নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন যোগদান এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী জানান, ‘‌কংগ্রেস থেকে পদত্যাগ করেই এরা তৃণমূল কংগ্রেসে এসেছেন | ছটপুজোর পর আমি উত্তরপ্রদেশে যাব | অভিষেকও যাবে | পুজোর পর এঁরা যখন উত্তরপ্রদেশে সভা করবেন, তখন আমি যাব| গঙ্গাসাগরের যে দৈতাপতি আছেন, তিনিও অযোধ্যার বাসিন্দা | তিনিও আমায় অনুরোধ করেছেন, তাঁর আশ্রমে যেতে |উত্তরপ্রদেশের যে দু’চারজন পরিবার আছেন, তার মধ্যে কমলাপতির নাম চলে আসবে | অনেক সংগঠনই আমাকে ডেকেছেন। উত্তরপ্রদেশে স্বাধীনতা সংগ্রামের কাজে যে পরিবার কাজ করেছেন, সেই পরিবারের ডাকেই আমি উত্তরপ্রদেশে যাব |’‌ তিনি জানান, ‘‌এলাহাবাদ আমার কাছে নতুন নয় | লখনউ আমার কাছে নতুন নয় | উত্তরপ্রদেশে আগেও অনেক জায়গায় গিয়েছি | আবার যাওয়ার সুযোগ পেলাম | এনআরসির প্রতিবাদ জানাতে উত্তরপ্রদেশে গিয়ে সভা করেছিলাম | ’‌তৃণমূলে যোগ দেওয়া ললিতপতি ত্রিপাঠি এদিন বলেন, ‘উত্তরপ্রদেশের মানুষ অত্যন্ত সচেতন | উত্তরপ্রদেশে একটা বড় শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। কাজটা মোটেই সহজ না | কংগ্রেস দুর্বল হয়ে পড়ছে | আমাদের বিশ্বাস রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা উত্তরপ্রদেশের মানুষকে এই ভরসা দিতে পারব যে, বিজেপি-র বিরুদ্ধে লড়তে তৃণমূল কংগ্রেস প্রস্তুত রয়েছে|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *