Breaking News

কেন্দ্রের পরীক্ষার প্রশ্নপত্রে মমতার ছবি দেওয়া বিজ্ঞাপন নিয়ে বিতর্ক!প্রশ্নের মুখে রাজ্য

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কেন্দ্রীয় শিক্ষা দফতরের পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্য সরকারের বিজ্ঞাপন ঘিরে শুরু হল বিতর্ক | ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা NAS-এর প্রশ্নপত্রে পাতাজুড়ে রাজ্য সরকারের কন্যাশ্রী ও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিজ্ঞাপন | রাজ্যগুলিতে শিক্ষার মান নির্ধারণের জন্য সব রাজ্যে এই সমীক্ষা চালানো হয় | প্রকাশিত হয় সমীক্ষার ফলাফলও | সেই সমীক্ষার প্রশ্নপত্রতেই এবার একটা গোটা পাতা জুড়ে কন্যাশ্রী নিয়ে প্রশ্ন | বিজ্ঞাপনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ও সরকারি লোগো | কিন্তু কেন প্রশ্নপত্রে সরকারি বিজ্ঞাপন ছাপা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা | কেন প্রশ্নপত্রে বিজ্ঞাপন ছাপা হল তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক | প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা টিকাকরণের শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই | সেই নিয়ে কম জলঘোলা হয়নি | কেন্দ্রের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন তিনি | কেন সরকারি বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের মতো একটি গুরুত্বপূর্ণ সমীক্ষার প্রশ্নপত্রকে, প্রশ্ন তুলছেন শিক্ষাবিদদের একাংশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *