Breaking News

কার্শিয়াং-এর প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ে বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়নের পাশাপাশি স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর :-পাহাড় সমস্যার সমাধানের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | মঙ্গলবার দার্জিলিং এবং কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ের সামনে উন্নয়নের প্রচুর সুযোগ আছে | সেজন্য পাহাড়ে স্থায়ী সমাধানের প্রয়োজন আছে | তবে দার্জিলিং যে পশ্চিমবঙ্গেই থাকবে, তাও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী |পাহাড়ের স্থায়ী সমাধান নিয়ে মমতা বলেন, “বাইরে থেকে এসে রাজনীতি করে চলে যাচ্ছে | দার্জিলিংকে ভেঙে দিচ্ছে | সবাইকে নিয়ে একসঙ্গে কাজ হবে | পাহাড়ের পার্মানেন্ট সলিউশন হবে পাহাড়ের মানুষকে নিয়েই |”মমতা আরও বলেন, “ভোটার তালিকা সংশোধন হলেই জিটিএ নির্বাচন করা হবে | তার আগে নিজেরা কথা বল | সমস্যা মেটাও | ঝগড়া কর না | একসঙ্গে কাজ কর |” ২০০১ সাল থেকে পাহাড়ে পঞ্চায়েত ভোট হয়নি | এ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে | ত্রিস্তরীয় করা হবে |”শুধু তাই নয়, পাহাড়ের উন্নয়নের জন্য সব দলের প্রতিনিধি, শিল্পগোষ্ঠীদের নিয়ে স্টিয়ারিং কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন তিনি | ডিসেম্বর মাসে তিনি কমিটির সুপারিশ খতিয়ে দেখবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *