প্রসেনজিৎ ধর :- এবার তৃণমূলে প্রত্যাবর্তন করলেন রায়গঞ্জে বিজেপির টিকিটে জেতা বিধায়ক কৃষ্ণ কল্যাণী | বেশ কয়েক মাস ধরেই তিনি রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করছিলেন | স্বাভাবিকভাবেই একটা জল্পনা তৈরি হয়েছিল তাঁর তৃণমূলে ফেরা নিয়ে |জল্পনাকে সত্যি করে আজ বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসেই যোগ দিলেন রায়গঞ্জের দাপুটে বিজেপি নেতা তথা বিধায়ক কৃষ্ণ কল্যাণী | একুশের নির্বাচনের তিন মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন | আর ফলাফলের চার মাস পর ফিরলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী | স্বাভাবিকভাবেই আরও বিধায়ক সংখ্যা কমল গেরুয়া শিবিরের |
এদিন কৃষ্ণ কল্যাণী বললেন, “বিজেপিতে কাজের পরিবেশ নেই | যা আছে তা শুধুই ষড়ষন্ত্র | আর এভাবে কোনওদিনও ভাল কাজ করা যায় না | আমি কাজ করার চেষ্টা করেছি | বড় জয়েনিং করিয়েছি | বিনিময়ে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি | তাই বাধ্য হয়ে দল ছেড়েছি |”বেশ কয়েকমাস ধরেই দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন রায়গঞ্জের বিধায়ক | নাম না করে ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ, দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে | বলেছিলেন, “এখানকার সাংসদ কখন আসেন, কখন যান আমরা কিছুই জানি না | এলাকার মানুষ প্রয়োজনে তাঁর দেখা পান না |” পরবর্তীতে দলের সমস্ত কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন কৃষ্ণ কল্যাণী | আজ সমস্ত জল্পনার অবসান হল |