দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার| ক্যাটের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় | জরুরিভিত্তিতে মামলার শুনানি শেষ হল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে | মঙ্গলবার পর্যন্ত রায়দান স্থগিত রাখল আদালত | আলাপন বন্দ্যোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা | কলাইকুন্ডায় প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছিল বলে যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে তা নিয়েই চলছে দড়ি টানাটানি| তাতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তে কেন্দ্রের কর্মিবর্গ প্রশাসনের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাট) দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় | তাঁর এই আর্জির শুনানি কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তরিত করে ক্যাট | সেটাকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা | এদিন মামলার শুনানিতে কেন্দ্রের কর্মিবর্গ মন্ত্রকের আইনজীবীর কাছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানতে চান, ‘আপনাদের কি মনে হয় না যে আপনাদের এই পদক্ষেপের মাধ্যমে মামলাকারীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে? আলাপনবাবুর দ্রুততা ছিল বলেই তিনি অবকাশের মধ্যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিলেন | কিন্তু আপনাদের তাড়াহুড়ো করার কি দরকার ছিল’? উত্তরে কর্মিবর্গ মন্ত্রকের আইনজীবী আদালতকে জানান, ‘যে কোনও বেঞ্চে মামলা স্থানান্তর করার ক্ষমতা রয়েছে ক্যাটের চেয়ারম্যানের | দিল্লিতে আলাপনের সব নথি রয়েছে |’ বিচারপতির পাল্টা প্রশ্ন, ‘সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের প্রিন্সিপাল বেঞ্চের চেয়ারম্যান কী করে জানলেন যে, আলাপনবাবুর বিরুদ্ধে ওঠা অভিযোগের সব নথি দিল্লিতে আছে’? শুনানি শেষে মঙ্গলবার পর্যন্ত রায়দান স্থগিত রাখা হয়|