নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :- তৃণমূলকে তোপ দেগে আবার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ | বৃহস্পতিবার সকালে জলপাইগুড়িতে চায়ে পে চর্চার আসরে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, ‘রোহিঙ্গারা কারও ভোটার নয়| ওরা এদেশে আসছে এদেশের সর্বনাশ করতে |’ দিলীপের অভিযোগ, ‘বর্তমান রাজ্য সরকার রোহিঙ্গাদের সাহায্য করছে |’
দিলীপ ঘোষের দাবি, গোটা দেশে ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা| তৃণমূলকে তোপ দেগে দিলীপের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তে ১০০০ কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নেই। দিলীপ আরও অভিযোগ করেন, রোহিঙ্গারা নাকি সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত| প্রসঙ্গত, কদিন আগে নন্দীগ্রামে দাঁড়িয়ে রোহিঙ্গাদের নিয়ে তোপ দেগেছিলেন বিধায়ক শুভেন্দুও | তিনি তখন বলেছিলেন, “বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে |” একইসঙ্গে তিনি আরও বলেছিলেন, “সিএএ দরকার | জন্ম নিয়ন্ত্রণটাও দরকার |”দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে রাজনৈতিক তরজা তুঙ্গে |