দেবরীনা মণ্ডল সাহা :- অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান | বম্বে হাইকোর্ট তারকা-সন্তানের জামিনের আবেদন মঞ্জুর করল বৃহস্পতিবার | আর্থার রোড জেল থেকে তাঁকে ‘মন্নত’-এ ফেরার অনুমতি দিল আদালত |এর আগে মঙ্গলবার এবং বুধবার আরিয়ানের জামিনের শুনানি অসমাপ্ত ছিল | তৃতীয় দিনে রায় শোনাল বম্বে হাইকোর্ট | এদিন শুনানিতে আরিয়ান সহ তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচার জামিন মঞ্জুর করে|
আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে জানান, “ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করেছে | আরিয়ান এখন মুক্ত|”প্রসঙ্গত, ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো | শোনা যায়, এনসিবি’র সেই টিমের নেতৃত্বে ছিলেন সমীর ওয়াংখেড়ে | কর্ডেলিয়া ক্রুজের পার্টি থেকেই আরিয়ান ও তাঁর সঙ্গীদের আটক করা হয় | বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ৩ অক্টোবর শাহরুখপুত্রকে গ্রেফতার করা হয় | বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন নাকচ করেছে আদালত | অবশেষে গ্রেফতারির ২৬ দিন পর বৃহস্পতিবার জামিন পেলেন আরিয়ান| এদিন আরিয়ান ছাড়াও মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট |