সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর:- একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততোই পূর্ব মেদিনীপুর জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ|এমনকি ভোট এগিয়ে আসতেই প্রকাশ্যমঞ্চ থেকে শুভেন্দু অধিকারী পদ্ম ফুল ফোটানোর কথাও বলেছেন | ভোট এগিয়ে আসতেই চারিদিকে বাড়ছে মিটিং মিছিলও | বুধবারের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ, সাংসদ শতাব্দী রায়,জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তিলক চক্রবর্তী, হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সামন্ত সহ জেলা ও ব্লকের অন্যান্য নেতৃত্বরা | গত ২রা জানুয়ারি একই মাঠে সভা করে ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সাথে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা | এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ও চ্যালেঞ্জ ছুড়ে দেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ | পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তৃতীয় বারের জন্য আবার বাংলার মুখ্যমন্ত্রী হবেন বলে জানান সাংসদ শতাব্দী রায়|
পাশাপাশি শুভেন্দু অধিকারী কে গদ্দার বলে আখ্যা দেন মুখপাত্র কুনাল ঘোষ | কুনাল ঘোষ আরও বলেন, শুভেন্দু অধিকারী সারা জেলা জুড়ে যেখানে দাঁড়াবে সেখানেই তাকে হারানো হবে | অন্যদিকে একই সুর শোনা গেল সাংসদ শতাব্দী রায়ের মুখেও, তিনি বলেন আগামী দিনে বাংলাকে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে | এক কথায় বলা যায় সারা রাজ্যের রাজনৈতিক বিশ্লেষণকারীদের নজর এখন শুধু এ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ |