প্রসেনজিৎ ধর :- ইতিমধ্যেই প্রবীর ঘোষালের একটি ছবি ঘিরে বাংলার রাজনীতিতে জোর শোরগোল শুরু হয়েছে। ছবির পিছনের রঙ গেরুয়া। হুগলির কোন্নগরে শ্রমিক মেলার পোস্টারের পাশেই দেখা গিয়েছে ‘দাদার অনুগামী’ প্রবীর ঘোষালের পোস্টার, যেখানে ছবির পেছনে রয়েছে গেরুয়া রঙ এবং প্রবীর ঘোষালের ছবির নীচে লেখা ‘দাদার অনুগামী’। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে চলেছেন বিধায়ক প্রবীর ঘোষাল। এমনকি পুরশুড়ার সভায় তাঁকে কোনও আমন্ত্রণ জানানো হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়ও তিনি যাননি।
এমনকি দু দিন আগেই সাংবাদিক বৈঠক করে তিনি নিজেই জানান তৃণমূল থেকে তিনি ইস্তফা দিচ্ছেন না। তবে জেলার কোর কমিটি এবং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পদ থেকে তিনি ইস্তফা দেন। কিন্তু এদিনের সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে নানা কথা বলে পদত্যাগের পরই তাঁকে শো-কজ করে তৃণমূল। তবে আসন্ন ভোটের আগে যেভাবে বাংলার শাসক দল ছেড়ে একে একে সব গেরুয়া শিবিরে যাচ্ছেন তা থেকে প্রতিদিনই নানা জল্পনা চলছে। তারমাঝেই আবার প্রবীর ঘোষালের এই পোস্টার আবারো নতুন করে বাংলার রাজনীতি সরগরম করেছে।