দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- একুশের ভোটের আগে অমিত শাহ ডাক দিয়েছিলেন ‘আব কি বার ২০০ পার’| কিন্তু ২০০ তো বহু দূর, তার অর্ধেক ১০০ আসনও পায়নি বিজেপি | ৭৭ আসন পেয়েই বিজেপির দৌড় থেমে গিয়েছে বাংলার মাটিতে | এরপর সময়ের সাথে সাথে বঙ্গ বিজেপির বিধায়ক সংখ্যা কমে চলেছে| এই অবস্থায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ডাক দিয়েছেন ‘আব কে বার ২৫ পার’ | অর্থাৎ আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ২৫টি আসন যেন পায় |শনিবার কলকাতার ন্যাশানাল লাইব্রেরির অডিটোরিয়ামে বঙ্গ বিজেপির দক্ষিণ কলকাতা জেলার বিজয়া সম্মেলনের অনুষ্ঠান ছিল | সেখানেই দিলীপ ঘোষ বলেন, ‘আগামী লোকসভা নির্বাচনে আমাদের অন্তত ২৫টি আসন জিততে হবে | এখন থেকে স্লোগান দিতে শুরু করুন, এ বার ২৫ পার | এই মন্ত্র জপ করুন | মন্ত্র যত বলবেন, তত সিদ্ধিলাভ নিশ্চিত হবে |’ একই সুরে সুর মেলান বঙ্গ বিজেপির নয়া সভাপতি সুকান্ত মজুমদারও |
দিলীপ সেই সঙ্গে এটাও জানান, ‘শুধু জপ করলেই হবে না, লোকসভায় ওই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এখন কলকাতা সহ যে সব পুরসভায় ভোট আসন্ন, সেগুলিতেও আমাদের জিততে হবে | কারণ স্থানীয় স্তরের নির্বাচনে না জিতলে বিধায়ক, সাংসদ জেতা যায় না | জিতলেও ধরে রাখা যায় না | যেমন বহু বছর আগে তপন সিকদার ও সত্যব্রত মুখোপাধ্যায় দমদম আর কৃষ্ণনগর লোকসভায় জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন | কিন্তু আমরা সেই ফল ধরে রাখতে পারিনি | কারণ বুথে সংগঠন ছিল না | আর সেটা না থাকলে স্থানীয় ভোটে জেতা যায় না |’ এদিন দুই শীর্ষ নেতাই কর্মী-সমর্থকদের উদ্দেশে দলের কঠোর অনুশাসনের বার্তা দিয়েছেন | সুকান্তবাবুর কথায়, দলবিরোধী আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না | সামনেই কলকাতা পুরসভার নির্বাচন | সেই নির্বাচনে দলের নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার কথা বলেন দিলীপ ঘোষ-সুকান্ত মজুমদাররা |