প্রসেনজিৎ ধর :- অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় | আর রবিবার আগরতলায় জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পুরানো দল তৃণমূলে ফিরলেন রাজীব| ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ঘর ওয়াপসি হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের | ভোটের পর থেকেই বিজেপি ছোট বড় নেতারা তৃণমূলে যোগদান করছেন | একুশে নির্বাচনের পূর্বে নাম লিখিয়েছিলেন বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায় | তিনি ছিলেন তৃণমূলের একজন বিশ্বস্ত সৈনিক | অবশেষে আবারও পুরনো দলে ফিরলেন তিনি | এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত থেকে পতাকা তুলে নেন রাজীব বন্দ্যোপাধ্যায়| এদিন তিনি বলেন ‘ আমি অনুতপ্ত ভুল বোঝানো হয়েছিল | রাগের বশে সিদ্ধান্ত নিয়েছিলাম বলেন রাজীব বন্দ্যোপাধ্যায় | বিভাজনের রাজনীতি করে বিজেপি | তিনি বলেন সারা ভারতে নেতৃত্ব দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | উন্নয়ন চাইলে মমতা ব্যানার্জিকে ভরসা করুন| তিনি বলেন কংগ্রেসকে বিশ্বাস করবেন না | সিপিএমকেও বিশ্বাস করবেন না | রাজীব বন্দোপাধ্যায় বলেন, অভিষেক আসছে আর বিপ্লব দেব কাঁপছে | আগামী দিনে ত্রিপুরায় পরিবর্তন হবে | এখন ট্রেলার চলছে পুরো সিনেমা এখনও বাকি রয়েছে পুরনো দলে ফিরেই বিজেপিকে এক প্রকার হুঁশিয়ারি দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় | জানা গিয়েছে উত্তর-পূর্বের সাংগঠনিক দায়িত্বে থাকতে পারেন রাজীব|ত্রিপুরা থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরওয়াপাসির ঘটনা তৃণমূলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ |