নিজস্ব সংবাদদাতা :- ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ১ লা ফেব্রুয়ারি তাঁর এই সফর শুরু হচ্ছে | ফেরার কথা ৪ ফেব্রুয়ারি | সেখানে প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় | মূলত দলের কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর | নবান্ন সূত্রে খবর, ১ ফেব্রুয়ারি দুপুরে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী| পরদিন ২ তারিখ রয়েছে তাঁর প্রশাসনিক সভা| ফালাকাটাতে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী |
ওইদিনই আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দোপাধ্যায় |এরপর ৩ তারিখ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করবেন মুখ্যমন্ত্রী, বেলা ১২ টায় মুখ্যমন্ত্রীর সভা| উল্লেখ্য, ২০১৬-র পর ৪ বছর বাদে আবার এই মাঠে সভা করবেন তিনি | আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই তিন জেলা নিয়ে রাজনৈতিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় | ফেব্রুয়ারিতেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে | তাই এইদফায় মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যতটা না প্রশাসনিক,তার থেকে বেশি রাজনৈতিক | গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ধাক্কা খায় তৃণমূল | উত্তরবঙ্গে কার্যত ধস নেমেছিল তৃণমূলের ভোটবাক্সে | সেখানে ভালো ফল করে বিজেপি। মোট ৮টি লোকসভা আসনের মধ্যে ৭টি বিজেপি ও ১টি পায় কংগ্রেস | তৃণমূল ফেরে খালি হাতে | এবার বিধানসভা ভোটে সেই হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল |