দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্য সভাপতির দেখানো পথেই এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা অনুদান দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | বুধবার কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের দফতর ৩৩ ভূপেন বোস অ্যাভিনিউতে গিয়ে পরিষদের পূর্বাঞ্চলীয় সম্পাদক অমিয় সরকারের হাতে আর্থিক অনুদান তুলে দেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক |
প্রাক্তন সাংসদ পেনশন ভাতা থেকে এই টাকা দান করেন তিনি|দান করার পর শুভেন্দু জানান, “প্রাক্তন সাংসদ পেনশন ভাতা থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা সংঘের কার্যকর্তাদের হাতে তুলে দিতে পেরে ভালো লাগছে, আমি খুশি।” প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদের নেতারা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেছিলেন | সেই সময় তিনি রাম মন্দির নির্মাণের জন্য তাঁদের হাতে ৫১ হাজার টাকার চেক তুলে দেন |