প্রসেনজিৎ ধর :- চার আসনে উপনির্বাচনের তিন আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপির | আজ ভোটের ফলাফলের পর বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, “যেভাবে ভোট হয়েছে তাতে আগামী দিনে উপনির্বাচনে হলে তৃণমূল ১০০ শতাংশ ভোট পাবে |”এদিন দিলীপ ঘোষের সাফাই ছিল ‘এরপর ভোট হলে স্রেফ একটি দলই প্রার্থী দেবে, বাকিরা কেউ পারবে না | দিনহাটায় অত্যন্ত সন্ত্রস্ত আবহে ভোট হয়েছে | প্রচার করতে দেওয়া হয়নি, আমাদের কেউ গাড়ি ভাড়া দেয়নি|আগামী দিনে রাজ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ থাকবে না | ১০০ শতাংশ ভোটই পাবে তৃণমূল |’ আবার বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘পরাজয় মেনে নিচ্ছি | তবে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে|’ এদিন বিজেপি কর্মীদের উপর হামলার কথাও স্মরণ করিয়ে দেন শমীক ভট্টাচার্য | তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর যে হামলা হয়েছে, তা ভোলার নয় | হাইকোর্টের নির্দেশেই তা স্পষ্ট | প্রচুর বিজেপি কর্মী এখনও ঘরছাড়া সন্ত্রাসের আবহে দলের মধ্যে একাংশের মত ছিল, আমরা নির্বাচনে যেন অংশ না নিই | যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে, সেখানেও দলের স্থানীয় নেতা ও কর্মীদের অনেকে এই মত দিয়েছিলেন | কিন্তু তারপরেও আমরা লড়াই করি |”