দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যের ৪টি বিধানসভা কেন্দ্রেই শুধু বিজেপির হার হয়নি, ৩টিতে তাঁরা জামানতও খুইয়েছে | চারটি আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেস | খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা |কোথাও বড় প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিজেপি|
খড়দহ- এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় | তিনি ৯৩ হাজার ৮৩২ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির জয় সাহাকে পরাজিত করেছেন | তাঁর প্রাপ্ত ভোট ১১৪০৮৬| বিজেপি প্রার্থী পেয়েছেন ২০২৫৪ | আর বামফ্রন্ট প্রার্থী পেয়েছেন ১৬১১০ |
শান্তিপুর- এই কেন্দ্র থেকে একুশের নির্বাচনে জিতেছিলেন বিজেপির জগন্নাথ সরকার | কিন্তু তিনি বিধায়ক পদ ছেড়ে দিয়ে সাংসদ পদকেই ধরে রাখেন | এখানে তৃণমূল পেয়েছে ১১২০৮৭, বিজেপি ৪৭৪১২, বামফ্রন্ট ৩৯৯৫৮ এবং কংগ্রেস২৮৭৭ |
গোসাবা- এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ন্ত নস্কর প্রয়াত হয়েছিলেন | তাই এখানে উপনির্বাচন হয়েছে | এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৬১৪৭৪, বিজেপি ১৮৪২৩ এবং বামফ্রন্ট ৩০৭৮ |
দিনহাটা- এখানে একুশের নির্বাচনে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক | কিন্তু তিনিও নিজের সাংসদ পদ ধরে রেখেছিলেন | এখানের ভূমিপুত্র হলেন উদয়ন গুহ। এখানে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ১৮৯৫৭৫, বিজেপি প্রাপ্ত ভোট ২৫৪৮৬ এবং বামফ্রন্ট ৬২৯০ |
একই সঙ্গে ৪ বিধানসভা কেন্দ্রে ভোট বেড়েছে বামেদের | অর্থাৎ যে বাম ভোট বিজেপির দিকে চলে গিয়েছিল সেই ভোট আবারও ফিরতে শুরু করেছে বাম শিবিরেই |