দেবাশীষ পাল,মালদহ :- মালদহে গাঁজা পাচারে অভিনব কায়দা | গ্রাম্য রাস্তায় মাথায় বস্তা নিয়ে দিব্যি পায়ে হেঁটে যাচ্ছিল এক ব্যক্তি|দেখলে বোঝবার উপায় নেই,দেখে মনে হচ্ছে যেন চালের বস্তা মাথায় নিয়ে যাচ্ছে বাড়িতে | একই পথে উর্দিধারীরাও | হঠাৎই পুলিশের সন্দেহ হওয়ায় পথ আটকায় ওই ব্যক্তির | মাথা থেকে বস্তার বোঝা নামাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের | ব্যাগে রয়েছে বিপুল পরিমাণে গাঁজা | হাতেনাতে পুলিশের খপ্পরে গাঁজা সহ গ্রেফতার ওই ব্যক্তি | মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে মালদহের চাঁচল থানার মতিহারপুর পঞ্চায়েত এলাকার ভীমপুরের রাস্তায় |উদ্ধার হওয়া গাঁজা ও ওই ব্যক্তিকে আটক করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিশ | পুলিশ জানায়,ধৃত ব্যক্তির শ্যামল দাস(৪৮),চাঁচলের কুশমাই এলাকার বাসিন্দা |উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় সাড়ে পাঁচ কিলো যার বর্তামান বাজার মূল্য প্রায় আনুমানিক ৬৫,০০০ হাজার টাকা |ধৃতব্যক্তির সাথে আরোও কেড় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ|তাই পাচারকারীকে বুধবার পাঁচদিনের রিমান্ডের আবেদন নিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে বলে জানিয়েছে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ | চাঁচল পুলিশের এহেন সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে এলাকাবাসী |