দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার থিয়েটার রোড এলাকার একটি বহুতলে ৯১ বছরের বৃদ্ধা রেনুকা চৌধুরীর মৃতদেহ মিলেছিল সোমবার রাতে | তদন্তের আর নিয়েছিল হোমিসাইড শাখা| আর তদন্তে নামার কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যের জাল কেটে সাফল্য গোয়েন্দাদের |তদন্তকারীদের অনুমান বৃদ্ধাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়| বৃদ্ধা খুনে বাড়ির প্রাক্তন গাড়ি চালককে ডানকুনি থেকে গ্রেফতার কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দাদের | মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সোমবার রাত ১২টা নাগাদ রেনুকাদেবীকে হত্যা করা হয় | সেই সূত্র ধরে তদন্তে নেমে প্রথমেই গোয়েন্দারা বহুতলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন | দেখা যায়, রেনুকাদেবীর ফ্ল্যাট থেকে খুনের সম্ভাব্য সময়ের কাছাকাছি সময়ে একজন বের হচ্ছে | সেই ব্যক্তিকে শনাক্ত করতে মৃতার ছেলেকে ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখানো হয় | তিনিই ওই ব্যক্তিকে শনাক্ত করে জানান, যে ফুটেজের সেই ব্যক্তি তাঁদের পুরনো গাড়ির চালক | আরও জানান, কয়েকবছর আগে টাকা পয়সা চুরির অভিযোগে ওই গাড়ি চালককে বাড়ি থেকে বের করে দিয়েছিল চৌধুরী পরিবার | মৃতার ছেলে জানান, কাজ হারানোর পরও একাধিকবার ওই বৃদ্ধার সঙ্গে দেখা করতে এসেছিল ওই গাড়ি চালক | বৃদ্ধা রেণুকা চৌধুরীর শরীর থেকে খোয়া গিয়েছে সোনার বালা, আংটি, হার, কানের দুল-সহ যাবতীয় গয়না | ঘর থেকে উধাও দু’টি মোবাইল ও আলমারির চাবি | ফলে লুঠপাট হয়েছে বলে সন্দেহ পুলিশের | এই ঘটনায় পরিবারের প্রাক্তন গাড়িচালক দুধকুমার ডল ওরফে সুমনকে গ্রেফতার করেছে পুলিশ |এমনকি খতিয়ে দেখা হচ্ছে পরিচারক পবন যাদবের ভূমিকাও |