Breaking News

জোড়া ভ্যাকসিন নেওয়া থাকলেও কালী ও জগদ্ধাত্রী পুজোর মণ্ডপেও এবার ‘নো এন্ট্রি’, নির্দেশ কলকাতা হাইকোর্টের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট | সেইসঙ্গে কড়াভাবে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে | ভ্যাকসিনের ডবল ডোজ় নেওয়া থাকলেও তা ছাড়পত্র দেওয়ার জন্য যথেষ্ট নয় বলেই জানিয়ে দিল আদালত | করোনা সংক্রমণ ষখন ফের বাড়ছে রাজ্যে, সেই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কয়েক দিন আগেই কলকাতা হাইকোর্টে মামলা হয় | মামলাকারীর বক্তব্য ছিল, দুর্গাপুজার আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল | অথচ পুজো চলাকালীন মানুষ যে ভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করেছে রাজ্যবাসী | ফের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে | কালীপুজো, দীপাবলি ও জগদ্ধাত্রী পুজো নিয়েও তাই আশঙ্কা প্রকাশ করা হয় | সেই মামলায় এদিন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়, শুধু মাস্ক বা ডাবল ভেকশিন হলেই ছাড়পত্র হতে পারে না | সাধারণ মানুষের নিজেদের দায়িত্ব থাকবে | ছোট ও বড় প্যান্ডেলে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী ছাড়া প্রবেশ নয় বলেও জানিয়ে দিয়েছে আদালত | নির্দেশে বলা হয়েছে, ছোট ও বড় প্যান্ডেলের ক্ষেত্রে দর্শনার্থী সংখ্যা নির্দিষ্ট করতে হবে | তার বেশি দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবে না | গত বছর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মণ্ডপে অবাধ প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন | এদিন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশই বহাল রাখল | তবে রাজ্যের তরফে এ দিন জানানো হয়েছে, রাজ্যে সংক্রমণের হার খুব একটা বাড়েনি, তাই আশঙ্কা কম থাকছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *