Breaking News

দীপাবলিতে ফাটানো যাবে পরিবেশ বান্ধব বাজি,সুপ্রিম কোর্টের রায়ের পর আতসবাজি নিয়ে নতুন কোনও নির্দেশ নয় জানাল কলকাতা হাইকোর্ট!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিপাবলীতে বাজি ফাটানোর ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে শীর্ষ আদালতের নির্দেশই বহাল থাকল| কালি পুজো বা দিপাবলীতে কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজিই ফাটানো যাবে| ২ ঘণ্টার জন্য মিলবে বাজি ফাটানোর অনুমতি| বাজি ফাটানো যাবে রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত | এদিন আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আতসবাজি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ই চূড়ান্ত | কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিবেশবান্ধব বাজি ফাটবে | আদালত জানায়, এখন নতুন করে কোনও নির্দেশ দিলে তা রাজ্যের পক্ষে কার্যকর করা সম্ভব নয়| এতে জটিলতা বাড়বে| বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয় |হাইকোর্টের তরফে এ দিন মামলাকারীকে প্রশ্ন করা হয়, ‘আর মাত্র একদিন পরেই কালীপূজা| কি আশা করেন আজ বললেই রাজ্য নির্দেশ কার্যকরী করতে পারবে?’ সুপ্রিম কোর্ট ব্যবসায়ীদের স্বার্থ ও পরিবেশ উভয়ের ভারসাম্য রাখার নির্দেশ দিয়েছেন বলেও উল্লেখ করে অবকাশকালীন বেঞ্চ | ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন কোনও নির্দেশ দেওয়া হবে না বলেই জানিয়েছে অবকাশকালীন বেঞ্চ|মামলাকারীদের তরফে বাজি ফাটানোয় কিছু নিষেধাজ্ঞার আবেদন জানানো হয় | আবাসন বা বসতি এলাকায় বাজি না ফাটানো ও শব্দবাজি রোধে আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেন তারা | রাজ্যের তরফে জানানো হয়, শব্দবাজির রুখতে বরাবরই তৎপর প্রশাসন | বিভিন্ন জায়গায় হানা দিয়ে প্রচুর শব্দবাজি উদ্ধারও করা হয়েছে | তাছাড়া কালীপুজো ও দীপাবলিতে যাতে শব্দবাজি না ফাটে সেজন্য নজরদারি চালাবে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *