প্রসেনজিৎ ধর, কলকাতা :- দীপাবলীর নামে বাংলার রাজনীতিতে নেমে আসে আঁধার, রাজ্যের রাজনৈতিক জগতে নক্ষত্রপতন | বেশ কিছুদিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার রাত ৯.২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় |বৃহস্পতিবার রাত থেকে পিস ওয়ার্ল্ডে শায়িত ছিল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের দেহ | এদিন সকালে রবীন্দ্রসদনে পৌঁছয় সুব্রত মুখোপাধ্যায়ের দেহ | শেষশ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেছেন অনুরাগীরা | ৪ ঘণ্টা সেখানে শায়িত থাকবে দেহ |
এদিন প্রিয় নেতাকে মাল্যদান করে একে একে শ্রদ্ধা জানালেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, ইন্দ্রনীল সেন, সুব্রত বক্সিরা |
এক সময়ের সতীর্থ সুব্রত মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান |“বর্ণময় রাজনৈতিক চরিত্র | বিরোধী দলের সঙ্গেও নিবিড় যোগাযোগ| পাঁচদশক ধরে শরীর দিয়ে মন দিয়ে রাজনীতিকে ছুঁতে পেরেছিলেন | অত্যন্ত রসিক মানুষ ছিলেন”, রবীন্দ্রসদন থেকে বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য | সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রমাণিক, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং বিজেপি নেতা রাহুল সিনহা |
এক সময়ের সতীর্থ সুব্রত মুখোপাধ্যায়কে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে যান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এবং আব্দুল মান্নান |
সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহে জরানো হল মোহনবাগানের পতাকারাজ্যের মন্ত্রী থাকার পাশাপাশি, ময়দানের অন্যতম ক্লাব মোহনবাগানের সহ-সভাপতিও ছিলেন তিনি | ফলে সবুজ-মেরুন তাঁবুতেও নেমে এসেছে ঘন অন্ধকার | জানা গিয়েছে, শুক্রবার গোটা দিন মোহনবাগান ক্লাবের পতাকা অর্ধনমিত থাকবে || ‘মোহনবাগানীদের কাছে খুব বড় ক্ষতি| ওনাকে সব সময়ে পেয়েছি’, বললেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস |মোহনবাগান ক্লাবের তরফে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানান সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত এবং প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় |
রাজ্যের মন্ত্রী থাকার পাশাপাশি, ময়দানের অন্যতম ক্লাব মোহনবাগানের সহ-সভাপতিও ছিলেন তিনি | ফলে সবুজ-মেরুন তাঁবুতেও নেমে এসেছে ঘন অন্ধকার | জানা গিয়েছে, শুক্রবার গোটা দিন মোহনবাগান ক্লাবের পতাকা অর্ধনমিত থাকবে |
এদিন সকাল ১০টা-দুপুর ২টো পর্যন্ত রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানানো হবে সুব্রত মুখোপাধ্যায়কে | তারপর বিধানসভা হয়ে দুপুর ২টোর পর বাড়ি নিয়ে যাওয়া হবে দেহ | একডালিয়া ক্লাব হয়ে কেওড়াতলা মহাশ্মশানে প্রয়াত রাজনীতিকের শেষকৃত্য | আজ, শুক্রবার সরকারি দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা | প্রয়াত মন্ত্রীর শ্রদ্ধায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত |