প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার দুপুরে বিজেপি সদর দফতর মুরলীধর সেন লেন থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করার ঘোষণা করেছিল বিজেপি | কিন্তু সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউয়েই আটকে দেয় পুলিশ | ফলে উত্তেজনা ছড়াল | পেট্রোপণ্য থেকে রাজ্য সরকারের ভ্যাট কমানোর দাবিতে ঘোষিত মিছিল করতে পারল না বিজেপি | করোনাকালের বিধিনিষেধ মেনে এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ | তা সত্ত্বেও মিছিল হবে বলে হুঙ্কার দিয়েছিলেন রাজ্য বিজেপি নেতারা |
দলীয় কার্যালয়ের সামনে জমায়েতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘এই বাধা বুঝিয়ে দিল বিজেপি-কে ভয় পাচ্ছে রাজ্য সরকার | এটাই আমাদের জয় | তবে বিজেপি-কে না আটকে রাজ্য বরং পেট্রল, ডিজেলের উপর থেকে রাজ্যের চাপানো ভ্যাট কমাক | তাতে সাধারণ মানুষের উপকার হবে|’’নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সোমবার দুপুর ১টা নাগাদ মুরলীধর সেন লেনে জড়ো হন অগণিত বিজেপি কর্মী-সমর্থক | ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ,রাহুল সিনহা, রাজু বন্দ্যোপাধ্যায়, জগন্নাথ সরকার-সহ অনেকেই| তবে মিছিল শুরুর সময়ই তা আটকে দেয় পুলিশ | বিজেপির সদর দফতরের সামনে একের পর এক ব্যারিকেড করে দেওয়া হয় | ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান জগন্নাথ সরকার |পুলিশের অনুমতি ছাড়াই মিছিল করার বিষয়ে অনড় মনোভাব দেখিয়েছিল বিজেপি | কিন্তু পুলিশ কোনওভাবেই তা মেনে নেয়নি | গত বুধবার পেট্রল এবং ডিজেলে লিটার প্রতি যথাক্রমে ৫ এবং ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র | যা কার্যকর হয় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে | তবে এখনও ভ্যাট কমায়নি রাজ্য সরকার | তারই প্রতিবাদে সোমবার বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন লেন থেকে রানি রাসমণি রোড পর্যন্ত প্রতিবাদ মিছিল করার কথা ঘোষণা করে বিজেপি |