নিজস্ব সংবাদদাতা, নদিয়া :- সোমবার সকালে ছত্তিশগড়ের সুকমা জেলার মারাইগুড়ি থানার সিআরপিএফ ক্যাম্পে গুলিচালনার যে ঘটনা ঘটে তাতে প্রাণ হারান তাঁদের মধ্যে রয়েছেন আমাদের বাংলার নদিয়া জেলার দেবগ্রাম থানার যমপুকুর এলাকার বাসিন্দা রাজীব মণ্ডলও | এদিন বেলার দিকেই সেনাবাহিনী থেকে ফোন করে এই খবর দেওয়া হয়েছে তাঁর পরিবারকে | আর তারপরেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া | দেশবাসীর সুরক্ষার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে বিন্দুমাত্র পিছুপা হতেন না তিনি | অথচ তাঁকেই প্রাণ হারাতে হল সহকর্মীর গুলিতে | ২০১০ সালে আধা সামরিক বাহিনীতে যোগ দেন রাজীব | পরীক্ষা, ইন্টারভিউ, ট্রেনিং পর্ব পেরিয়ে সিআরপিএফে যোগদান | ২০১৩ সালে বিয়ে, দুই কন্যাসন্তানের বাবা তিনি | চলতি বছরই রাজীবকে সুকমার ৫০ নং ব্যাটেলিয়ানে ট্রান্সফার করা হয় | তাঁর ঠিকানা হয়, সুকমার মারাইগুড়ি থানার সিআরপিএফ ক্যাম্প | পুজোর সময় নদিয়ার বাড়িতেও ফিরেছিলেন রাজীব | আনন্দে মুখর হয়ে উঠেছিল গোটা পরিবার, ছুটি শেষে রাজীব ফিরে যান সুকমার সিআরপিএফ ক্যাম্পে| ছত্তিশগড়ের প্রত্যন্ত এলাকা থেকে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যায় না বলে ফোনে কথা খুব কম হতো | কান্নাভেজা গলায় জানাচ্ছেন অসুস্থ মা| জানিয়েছেন, ‘চারদিন আগেও ফোনে কথা হয়েছিল | বলছিল, মা চিন্তা করো না | আমি ভাল আছি | তোমার জন্য টাকা পাঠাচ্ছি | ভাল করে ডাক্তার দেখিও|’সোমবার সকালে বাড়িতে তাঁর মৃত্যু সংবাদ যখন, তখন স্ত্রী সুলেখা ছিলেন না বাড়িতে | বাপের বাড়ি থেকে ছুটতে ছুটতে আসেন সুলেখা | শোকে কাতর গোটা পরিবার | রাজীবের তিন বছর ও পাঁচ বছর বয়সী দু’টি মেয়ে রয়েছে |