প্রসেনজিৎ ধর, কলকাতা :- আসন্ন কলকাতা পুরসভা নির্বাচন | আর তার মধ্যেই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় এবং বিজেপির রাজ্য সভাপতির মধ্যে বিরোধ চরমে পৌঁছল| পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে, ভার্চুয়াল বৈঠক থেকে বেরিয়ে গেলেন রূপা বলে সূত্রের খবর | সূত্রের খবর, ভার্চুয়াল এই বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি শুকান্ত মজুমদার এবং সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের মধ্যে মতবিরোধ হয় | ফলে মাঝপথেই ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে যান রূপা | এরপরই কার্যত ভেস্তে যায় বিজেপির ওই গুরুত্বপূর্ণ বৈঠক | জানা যাচ্ছে, দিল্লি থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও, অমিতাভ চক্রবর্তী-সহ নির্বাচনী কমিটির সদস্যরাও |জানা যাচ্ছে, বৈঠকের মাঝপথেই আচমকা উঠে যান রূপা গঙ্গোপাধ্যায়| তিনি বলেন, ‘এই সব ভাটের বৈঠকে আমাকে আর ডাকবেন না’ | এরপরই ভার্চুয়ালি সংযোগ বিচ্ছিন্ন করে দেন | কেন রেগে গেলেন রূপা? সেটা স্পষ্ট না হলেও তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হয়েছে জল্পনা | রূপার ওই ফেসবুক পোস্ট দেখে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের প্রার্থী না করায় অসন্তুষ্ট রূপা| প্রসঙ্গত, ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপির বিদায়ী কাউন্সিলর প্রয়াত তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি এরপরই ক্ষুব্ধ গৌরব নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন | যা নিয়ে আগেই ক্ষোভ জানিয়েছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় | এই নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য–রাজনীতিতে | প্রার্থী তালিকা প্রকাশের পরই ক্ষোভ আছড়ে পড়েছিল| তার মধ্যেই এবার বৈঠক চলাকালীন হঠাৎ ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় |