দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী বছর মাধ্যমিকের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে | আর এইবার মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ | বুধবার মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত নির্দেশিকায় ১৩ – ২৪ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের টেস্ট নিতে বলা হয়েছে | মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক করেছিল সংশ্লিষ্ট পর্ষদ | তারপর থেকেই মাধ্যমিকের টেস্ট বাধ্যতামূলক হতে পারে বলে জল্পনা চলছিল | বুধবারই সত্যি হল সেই জল্পনা |
টেস্টের সময়সীমা বেঁধে দেওয়াই নয়, প্রতিটি পরীক্ষার পর প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করা অথবা সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। টেস্টের প্রশ্নপত্র স্কুলের শিক্ষিকা-শিক্ষিকারাই তৈরি করেন | তবে এবার আর নিজেদের ইচ্ছমতো নয়, বরং মাধ্যমিকের আদলেই প্রশ্নপত্র তৈরি করতে হবে তাঁদের | পর্ষদের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বিষয়সহ ৭টি বিষয়ে ৭০০ নম্বরের পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের | তবে পর্ষদের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন অনেকে | তাদের দাবি, সপ্তাহখানেকের প্রস্তুতিতে কি টেস্ট দেওয়া সম্ভব | এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল, ইচ্ছা করলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট না নিতে পারে তারা | তবে পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থান বদলাল শিক্ষা দফতর | আগামী বছর ৭ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা | নভেম্বরে স্কুল-কলেজ খোলার আগেই নির্ঘণ্ট ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ |