Breaking News

৬৮ নম্বর ওয়ার্ডে প্রার্থীবদল তৃণমূলের! প্রতীক না পেয়ে নির্দল সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুরভোটে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে অনেকে মনোনয়ন জমা দিয়েছেন | এবার সেই তালিকায় নাম জুড়ল তনিমা চট্টোপাধ্যায়ের | শেষ মুহূর্তে তৃণমূল ফিরিয়ে দেওয়ায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায় | এদিন দেখা গেল, দাদার ছবি হাতে নিয়ে ৬৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সুব্রতর ছোটো বোন তনিমা | এদিন মনোনয়ন জমা দেওয়ার পর তনিমাদেবী বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের আচরণে অসন্তুষ্ট তিনি | তাঁর কথায়, “শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আমাকে কিছু জানানো হয়নি | সেই কারণে নির্দল হিসেবে লড়ার সিদ্ধান্ত নিয়েছি |”এদিন ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সুদর্শনা মুখোপাধ্যায় | শোনা যাচ্ছে, মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে প্রতীক দেওয়া হয়েছে তাঁকে | তৃণমূল সূত্রে খবর, গত রবিবার তনিমা গিয়েছিলেন দলের প্রতীক আনতে | দেবাশিষ কুমারের অফিস থেকে দক্ষিণ কলকাতার প্রার্থীদের প্রতীক দেওয়া হচ্ছিল| তনিমা প্রতীক পেয়েও গিয়েছিলেন| কিন্তু পরে সেই প্রতীক তাঁর হাত থেকে নিয়ে নেওয়া হয় | তনিমা পরে জানতে পারেন, ওই ওয়ার্ডে সুদর্শনাকে প্রার্থী করেছে দল | তারপরই তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নেন | প্রসঙ্গত,২০১০ সালে সুব্রতবাবুর ছেড়ে যাওয়া ওয়ার্ড ৮৭ থেকে জিতে তৃণমূলের প্রতীকে কাউন্সিলর হন তনিমা | কিন্তু ২০১৫ সালে ওই ওয়ার্ড থেকেই বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন তিনি | অন্যদিকে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল হয়ে লড়ছেন তৃণমূলের দীর্ঘদিনের ‘সৈনিক’ রতন মালাকার |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *