Breaking News

কৃষি আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে কৃষক সুরক্ষা অভিযান ও এক মুঠো চাল সংগ্রহ করলেন রাহুল সিনহা

সঞ্জয় কাঁপরি, পূর্ব মেদিনীপুর :- এক দিকে কৃষি আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ জানিয়ে পথে নেমেছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি, ঠিক তখনই তার উল্টো দিকে কৃষি আইনের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে কৃষক সুরক্ষা অভিযানের মধ্য দিয়ে কৃষি আইন সম্বন্ধে বোঝানো সহ এক মুঠো করে চাল সংগ্রহ করছে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার এগরা-২ ব্লকের দুবদা এলাকায় কেন্দ্রীয় নেতৃত্ব রাহুল সিনহা কৃষক সুরক্ষা অভিযানের মধ্য দিয়ে কৃষকদের বাড়ি থেকে এক মুষ্টি চাল সংগ্রহ করলেন।

কৃষি আইনের সম্বন্ধে সাধারণ মানুষকে বোঝানোর পাশাপাশি বিজেপি কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা দুবদা অঞ্চলের অস্থি গ্রামে ত্রিলোচন জানা নামে এক কৃষক এর বাড়িতে দুপুরের আহার সারেন। রাহুল সিনহা ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুদাম পন্ডিত, রাজ্য কমিটির সদস্য ও প্রাক্তন সভাপতি সোমনাথ রায়, বিধানসভার কনভেনার রাজকুমার সাউ, মন্ডল সভাপতি রাধা গোবিন্দ দাস প্রমুখ। এই দিন বক্তব্য রাখতে কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা বলেন আমরা বিভিন্ন সময় দেখেছি সরকার পরিবর্তন হলেও এ রাজ্যে থেকে শুরু করে গোটা ভারতবর্ষের কৃষকরা বঞ্চিত হচ্ছে। তাই কৃষকদের স্বার্থেই এই আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি এই সম্বন্ধে এলাকার কৃষকদের বোঝাতেই বিজেপি নেতৃত্বের এই কর্মসূচি, এই কর্মসূচির মধ্য দিয়ে চাষীদের কাছ থেকে এক মুঠো করে চাল সংগ্রহ করে খিচুড়ি বানিয়ে প্রসাদ এর মতন গ্রহণ করবে বিজেপি নেতৃত্ব এমনটাই জানালেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *