Breaking News

বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশ আগামী ২৮ শে ফেব্রুয়ারী, বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত

প্রসেনজিৎ ধর :- একুশের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়ছে বাম-কংগ্রেস | আর সেই লক্ষ্যে আগামী ২৮ শে ফেব্রুয়ারি ব্রিগেডে বিশাল জনসভা করবে বাম ও কংগ্রেস, বৃহস্পতিবার বাম-কংগ্রেসের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর |

বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে এবং নিজেদের কর্মীদের মনোবল চাঙ্গা করতেই একুশের নির্বাচনের আগে বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ| প্রসঙ্গত,আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে বিশাল জনসভার মধ্যে দিয়ে বাম-কংগ্রেস জোটের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে বলে রাজনৈতিক মহলের মত | ব্রিগেডের অতিথি তালিকায় থাকছেন একাধিক হেভিওয়েট |সূত্রের খবর, ব্রিগেডের বক্তা হিসেবে কংগ্রেসের তরফে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও আমন্ত্রিত হতে চলেছেন সিপিআই কেন্দ্রীয় কমিটির সদস্য কানহাইয়া কুমার,আরজেডি বিধায়ক তেজস্বী যাদব ও গুজরাটের নির্দল বিধায়ক জিগ্নেশ মেওয়ানিও | ইতিমধ্যে বাম-কংগ্রেস জোটের প্রার্থী দেওয়া নিয়ে সোমবার এবং আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে | দু’দিনের বৈঠকের পর বাম কংগ্রেস জোটের আপাতত যা দাঁড়াল তাতে ১০১টি আসনে লড়বে বাম আর কংগ্রেস লড়বে ৯২ টি আসনে | আরও ১০১টা আসনের ফয়সলা এখনও বাকি রয়েছে | এখন আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে জোটের রাজনৈতিক সমাবেশ থেকে কি বার্তা দিতে চলেছেন বাম-কংগ্রেস শীর্ষ নেতৃত্ব সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *