Breaking News

বকেয়া টাকা পুরো না মেটালে ১৯ ডিসেম্বর পুরভোটে মিনিবাস নয়,স্পষ্ট জানাল মিনিবাস সংগঠন!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বকেয়া পুরো না মেটালে ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচনে মিনিবাস মিলবে না,জানাল চার মিনিবাস সংগঠন | আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন, তাই নির্বাচনে প্রয়োজন হয় বাসের | এই পরিস্থিতিতে এবার বেঁকে বসলেন মিনিবাস সংগঠনের কর্তারা | বুধবার শরৎ বোস রোডে মিনিবাস সংগঠনের অফিসে এই ইস্যুতে বৈঠক বসে মিনিবাস সংগঠন | চার বাস মালিক সংগঠনের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয়, আগের ভাড়ার বকেয়া টাকা মেটানো হয়নি | পাশাপাশি এখন ভাড়া নিতে হলে পুরোটাই আগাম মিটিয়ে দিতে হবে | জ্বালানির দাম বেড়েছে |সেক্ষেত্রে বকেয়া রাখা যাবে না | বুধবারের বৈঠকে যোগ দেন ‘ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’, ‘মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’, ‘বেঙ্গল বাস সিন্ডিকেট’, ‘ওয়েস্ট বেঙ্গল কনট্র্যাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স ইউনিয়ন’-র প্রতিনিধিরা | বাস মালিক সংগঠনগুলির মতে, কলকাতা পুর নির্বাচনে ৯০০ মিনিবাস প্রয়োজন হতে পারে | বাস মালিকরা বলছেন, লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রাপ্য মিলিয়ে সরকারের কাছে বকেয়া রয়েছে প্রায় ১০ লক্ষ টাকা | কিন্তু এটা যে অবিলম্বে মেটানোও অসম্ভব, তা বলার অপেক্ষা রাখে না | বাস মালিকরা দাবি করছেন, আগের নির্বাচনের আগে যে বাসগুলি নেওয়া হয়েছিল, তার ভাড়া অবিলম্বে মেটাতে হবে | শুধু তাই নয়, পুরসভার ভোটেও যদি বাস নিতে হয়, তাহলে অগ্রিম সেই ভাড়া মিটিয়ে দিতে হবে | সুতরাং মিনিবাস নির্বাচনের কাজে ব্যবহার করা বেশ চাপের হয়ে গেল | রাজ্যের এখন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কাছেও এই খবর পৌঁছেছে| যদিও এই বিষযে কোনও মন্তব্য করেননি পরিবহণমন্ত্রী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *