Breaking News

আতঙ্কের নাম ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’,দুর্যোগের আশঙ্কায় ৪৯ দূরপাল্লার ট্রেন বাতিল রেলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ, যা ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে | আন্দামান সাগরে রয়েছে এই ঘূর্ণিঝড় | যা ক্রমশ শক্তি বাড়িয়ে শনিবার সকালের মধ্যে আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশ কিংবা ওড়িশা উপকূলের মধ্যে কোনও একজায়গায় | ইতিমধ্যেই শুক্রবারের মধ্যে সমস্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরতে বলেছে দিল্লির মৌসম ভবন | অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৮০-১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় | যার প্রভাবে অন্ধ্র-ওড়িশা ও বাংলায় তুমুল বৃষ্টি হবে | আর তাই ঝুঁকি না নিয়ে একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখা | আপ ও ডাউন মিলিয়ে ৪৯ টি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। দেখে নিন সম্পূর্ণ তালিকা –

আপ ট্রেন

১৩৩৫১ ধানবাদ-আলপুঞ্জা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২২৮৮৩ পুরী-যশবন্তপুর গরিব রথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম: ৩ ডিসেম্বর |
১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮৪১ হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১৮০৪৫ হাওড়া-হায়দরাবাদ: ৩ ডিসেম্বর |
২২৮১৭ হাওড়া-মাইসুরু এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল: ৩ ডিসেম্বর |
২২৮০৭ সাঁতরাগাছি-চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২২৮৭৩ দিঘা-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর
১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২২৬৪৪ পাটনা-এর্নাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৫০৮ শিলচর-তিরবন্তপুরম আরোনাই এক্সপ্রেস: ২ ডিসেম্বর |
১২৮৯৯ টাটা-যশবন্তপুর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর।
১৮৬৩৭ হাতিয়া-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর।
১৮৪৭৮ কলিঙ্গ উৎকল এক্সপ্রেস: ২ ডিসেম্বর
১৮৪০৯ হাওড়া-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২২২০১ শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮৯৫ শালিমার-পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮০২ নয়াদিল্লি-পুরী পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর |
১৮৪৫১ হাতিয়া-পুরী তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১৫৬৪৪ কামাখ্যা-পুরী এক্সপ্রেস: ২ ডিসেম্বর |
১২৮২১ হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১২৮৭৬ আনন্দ বিহার-পুরী নীলাঞ্চল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১৮১০৫ রৌরকেল্লা-পুরী এক্সপ্রেস: ৩ এবং ৪ ডিসেম্বর |

ডাউন ট্রেন

২২৬৪১ ত্রিবান্দ্রম-শালিমার এক্সপ্রেস: ২ ডিসেম্বর |
১২৫০৯ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-গুয়াহাটি: ২ ডিসেম্বর |
১২৮৪২ চেন্নাই-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১৮০৪৬ হায়দরাবাদ-হাওড়া এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১৫৯০৫ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস: ২ ডিসেম্বর |
১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল: ৩ ডিসেম্বর |
১৪০৪৮ ভাস্কো দ্য গামা-হাওড়া অমরাবতী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১২৮৩৮ পুরী-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১৮৪৫২ পুরী-হাতিয়া তপস্বীনী এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
১২৮০১ পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস: ২ ডিসেম্বর |
১৫৬৪৩ পুরী-কামাখ্যা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১৮৪১০ পুরী-হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস: ৩ ডিসেম্বর |
২০৮১৭ ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১৮১০৬ পুরী-রৌরকেল্লা এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১২৮২২ পুরী-হাওড়া ধৌলি এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১২৮১৫ আনন্দ বিহার-পুরী নন্দন কানন এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |
১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: ৪ ডিসেম্বর |

এই জাওয়াদের প্রভাবে শুক্রবার সকাল থেকেই বদলাবে রাজ্যের আবহাওয়া বলে পূর্বাভাস | কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *