Breaking News

‘ডিপফ্রিজে কংগ্রেস’, জাগোবাংলায় সম্পাদকীয়তে ফের তৃণমূলের নিশানায় কংগ্রেস!

দেবরীনা মণ্ডল সাহা :- আবারও তৃণমূল কংগ্রেস তাদের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করল কংগ্রেসকে | সরাসরি জানিয়ে দিল, জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কংগ্রেস এখন ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে | গতকাল ভোটকুশলী প্রশান্ত কিশোর টুইট করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন | নাম না করে রাহুল-সোনিয়াদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন | তার আগের দিন মমতা বন্দোপাধ্যায়ও নাম না করে আক্রমণ করেছিলেন রাহুলকে| কংগ্রেস ‘ডিপফ্রিজে’ চলে গিয়েছে, সেই ব্যাখ্যাও এদিন দিয়েছে জাগো বাংলা |

এদিন লেখা হয়েছে, “…সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, জনবিরোধী, শ্রমিকবিরোধী, কৃষকবিরোধী শক্তি বিজেপিকে হারানোর জন্য বিকল্প জোটের আশু প্রয়োজন | সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস যেন পার্টিকে ডিপফ্রিজে বন্দি করে রেখেছে| সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া নেতারা কার্যত ঘরবন্দি টুইট সর্বস্ব |” একই সঙ্গে টানা হয়েছে গুলাম নবি আজাদের প্রসঙ্গও| কংগ্রেসের এই প্রবীণ নেতা গতকালই জানিয়েছেন, কংগ্রেসের এবার লোকসভায় ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম | তৃণমূলের দাবি, এই অভিযোগই তারা বারবার তুলছে | পাশাপাশি সারা দেশে বিরোধী জোটে নেতৃত্ব দেওয়ার জন্য মমতাই যে যোগ্য সেটাও বলে দেওয়া হয়েছে| লেখা হয়েছে, “…দেশের এই মুহূর্তে বিরোধী শক্তির জোটের দরকার| সেই দায়িত্ব বিরোধীরাই দিয়েছেন তৃণমূল নেত্রীকে| কারণ, তিনিই এখন সর্বজনগ্রাহ্য বিরোধী মুখ, জনপ্রিয় মুখ | তাঁর দিকে তাকিয়ে বিরোধী শক্তি |”গতকালই ভোটকুশলী প্রশান্ত কিশোর সরাসরি আক্রমণ শানিয়েছিলেন কংগ্রেস নেতৃত্বকে | তাঁর সাফ বক্তব্য, শেষ ১০ বছর ৯০ শতাংশ নির্বাচনে হেরেছে কংগ্রেস | এর নেতৃত্ব দেওয়াটা কংগ্রেস নেতৃত্বের ঈশ্বরপ্রদত্ত কোনও অধিকার নয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *