নিজস্ব সংবাদদাতা, মালদহ :- রেলের প্লাটফর্মের সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের | শুক্রবার সকালে বৃদ্ধ রেলযাত্রীর মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা টাউন স্টেশনে | এই ঘটনার পর ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে মালদহ টাউন স্টেশনের জিআরপি | মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মেডিকেল কলেজের মর্গে | ডাউন ফারাক্কা এক্সপ্রেস ধরে মালদহ স্টেশনে নামেন বছর ষাটের এক ব্যক্তি| অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেন ধরার জন্য ফুট ওভারব্রিজ ধরেন তিনি | কিন্তু ট্রেন ধরার তাড়ায় দ্রুত সিঁড়ি বেয়ে নামতে গিয়েই বিপত্তি | সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হল ওই রেলযাত্রীর | মালদা স্টেশনের রেল পুলিশ ওই ব্যক্তিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানিয়ে দেন তাঁর মৃত্যু হয়েছে | দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ওই ব্যক্তির বাড়িতে খবর পাঠায় পুলিশ | জানা গিয়েছে ওই রেলযাত্রীর নাম শোভন প্রসাদ সাহা | তিনি ফারাক্কা এক্সপ্রেস ধরে বিহারের বক্সার থেকে মালদায় এসেছিলেন সেখান থেকেই গঙ্গারামপুরে নিজের বাড়ি ফেরার কথা ছিল তাঁর | মালদহ স্টেশনের অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল গঙ্গারামপুর যাওয়ার ট্রেন | তাই দ্রুত সিঁড়ি বেয়ে নেমেছিলেন সুভোন প্রসাদ বাবু (৬০) | তখনই ঘটে দুর্ঘটনা, লাগেজ-সহ সিঁড়ি থেকে সোজা নীচে পড়ে যান তিনি | মৃতের ছেলে তুলসী প্রসাদ সাহা জানিয়েছেন, তার বাবা সপরিবারে উত্তরপ্রদেশের গাজীপুরের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন | এদিন ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে করে মালদহে ফেরেন | মালদা টাউন স্টেশনে একটি প্লাটফর্মে সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই পড়ে যান তিনি| মাথায় চোট পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার| এ ব্যাপারে রেলযাত্রীদের অনেকেই জানিয়েছেন, বয়স্ক মানুষদের চলাচলের ক্ষেত্রে বৈদ্যুতিক সিঁড়ি এবং লিফট বসানোর যে উদ্যোগ নিয়েছিল মালদহ রেল কর্তৃপক্ষ, তা দ্রুত চালু করার প্রয়োজন| না হলে বয়স্ক মানুষদের চলাচলের ক্ষেত্রে এই ধরনের বিপদ জনক ঘটনা যে কোন সময় আবারও ঘটতে পারে |