Breaking News

‘জাওয়াদ’-এর আতঙ্ক, সঙ্গে অমাবস্যার ভরা কোটাল,পুরী ছুঁয়ে ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা!

দেবরীনা মণ্ডল সাহা :- ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর উদ্বেগ | একদিকে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, অন্যদিকে ভরা কোটাল | ইতিমধ্যেই এ নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে উপকূলবর্তী এলাকার মানুষদের |আবহাওয়া দফতর সূত্রে খবর, গত ৬ ঘণ্টায় ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে ‘জাওয়াদ’ | বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরী থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে | ৫ ডিসেম্বর তা পুরী উপকূলে পৌঁছতে পারে | এরপর তা ধীরে ধীরে দুর্বল হতে পারে | তারপরই তা ক্রমশ বাংলার উপকূলবর্তী এলাকায় এগিয়ে আসবে| তবে বাংলার জন্য কিছুটা সুখবর | রবিবার পুরী ছুঁয়ে বাংলার দিকে এগোনোর আগেই শক্তিক্ষয় শুরু হবে জাওয়াদের | পরিণত হতে পারে গভীর নিম্নচাপে | তবে দুর্যোগের হাত থেকে পুরোপুরি রেহাই নেই | আজ-কাল তো বটেই, সোমবারও বৃষ্টির আশঙ্কা | আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় | অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা , ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে | এছাড়াও, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে | রবিবার থেকে বৃষ্টি বাড়বে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে | বাঁকুড়া, বীরভূম ,পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সর্তকতা আছে রবিবার | আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ‘জাওয়াদ’-এর ফলে | মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় | ঘূর্ণিঝড় ‘জাওয়াদে’র মোকাবিলায় তৎপর রাজ্য প্রশাসন | ইতিমধ্যেই ১২টি জেলায় এনডিআরএফ টিম মোতায়েন করা হয়েছে | কলকাতার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে | জলনিকাশের জন্য অতিরিক্ত পাম্পের বন্দোবস্ত করা হয়েছে | চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। বাতিল বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ছুটিও | বিদ্যুৎ ভবনে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর দু’টি হল ৮৯০০৭৯৩৫০৩ ও ৮৯০০৭৯৩৫০৪ | ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের মোকাবিলা করার জন্য ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে উপকূলে এনডিআরএফ বাহিনী মোতায়েন করা হয়েছে |

মোট ৪৬ টি দল রয়েছে এনডিআরএফের। এদিকে, উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদে সরে আসার জন্য ইতিমধ্যেই প্রচার শুরু করেছে প্রশাসন| মাইকিং করে প্রচার চালানো হয়েছে | সেইসঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে |

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *