Breaking News

‘ওমিক্রন’ আতঙ্কের মাঝে বাড়ছে উদ্বেগ!দেশজুড়ে এমন উদ্বেগের পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র

প্রসেনজিৎ ধর :- আতঙ্কের নাম ওমিক্রন | এশিয়া, আফ্রিকার একাধিক দেশের মতো বৃহস্পতিবার আমাদের দেশেও সন্ধান মিলেছে করোনার এই ভয়াবহ স্ট্রেনের | জানা গিয়েছে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা দুজন পর্যটক ওমিক্রনে আক্রান্ত হয়েছেন | এছাড়াও জানা যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দেশের বিভিন্ন প্রান্তে আগত একাধিক যাত্রীর শরীরেই করোনার হদিশ পাওয়া গিয়েছে | তবে তাঁরা ওমিক্রনে আক্রান্ত কিনা সেটা এখনও পরীক্ষা সাপেক্ষ | এর মধ্যেই জানা যাচ্ছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে বেঙ্গালুরুতে আসা অন্তত ১০ জন যাত্রীর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না | দেশজুড়ে এমন উদ্বেগের পরিস্থিতিতে নতুন গাইডলাইন জারি করল কেন্দ্র | চিঠি দিয়ে প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলকে নয়া স্ট্রেন নিয়ে সতর্ক করা হল | কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠিতে প্রত্যেক রাজ্যকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন | স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া চিঠিতে বলা হয়েছে, টেস্টিংয়ের পরিমাণ বাড়িয়ে ক্লাস্টার অথবা হটস্পট এলাকা চিহ্নিত করতে হবে | কনট্যাক্ট ট্রেসিং, প্রয়োজনীয় কোয়ারেন্টাইন, করোনা আক্রান্তদের আইসোলেশনের যথাযথ ব্যবস্থা করতে হবে | দরকারে কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে | ভারতে প্রথমবার ওমিক্রনের হানা | কর্ণাটকে ওমিক্রন আক্রান্ত দু’জনের হদিশ মিলল | স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, যে দু’জনের শরীরে করোনা ভাইরাসের নয়া প্রজাতির হদিশ মিলেছে তাঁরা আফ্রিকার নাগরিক | ব্যবসার কাজে তাঁরা ভারতে এসেছিলেন | এদের একজনের বয়স ৬৬, অন্যজনের বয়স ৪৬ | যাঁরা আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছেন ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করা হয়েছে | তাঁদের আইসোলেট করা হয়েছে | আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক | বরং সচেতন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | এছাড়াও বাইরের দেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্যও একাধিক নিয়মাবলি জারি করা হয়েছে | বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে RT-PCR-এর নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *