Breaking News

প্রতিকূল আবহাওয়ার জের!এবার ট্রেনে চড়েই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী

দেবরীনা মণ্ডল সাহা :- ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে | কিন্তু এর জেরে বাংলায় দুর্যোগের শঙ্কা পুরোপুরি কাটেনি | রবিবারও মেঘলা আকাশ, বৃষ্টি পড়ে চলেছে | আবহাওয়া প্রতিকূল | তাই কপ্টারে নয়, ট্রেনে চড়েই এবার জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | নবান্ন সূত্রের খবর, সোমবার দুপুরের শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাওয়ার কথা তাঁর | ৭ ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার কর্ণঝোড়ায় তিনি করবেন প্রশাসনিক বৈঠক | দুই দিনাজপুর জেলা নিয়েই সেই বৈঠক হবে | দুপুর ১টা নাগাদ সেই বৈঠক হওয়ার কথা | পরের দিন অর্থাৎ ৮ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দুপুর ১টা নাগাদ ইংরেজবাজারে মালদহ জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন | সেই বৈঠক সেরেই তিনি পা বাড়াবেন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের পথে | ৮ তারিখ সড়ক পথে ইংরেজবাজার থেকে বহরমপুরে পৌঁছে বিকাল সাড়ে ৪টে নাগাদ মুর্শিদাবাদ জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন | পরের দিন অর্থাৎ ৯ ডিসেম্বর তিনি দুপুর ১টা নাগাদ নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে আরও একটি প্রশাসনিক বৈঠক করবেন ওই জেলার আধিকারিকদের নিয়ে | নবান্নে সূত্রে জানা গিয়েছে এই সব প্রশাসনিক বৈঠকে জেলাগুলির বিডিওদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে | একই সঙ্গে জানা গিয়েছে এই বৈঠক থেকে জেলাগুলির জন্য নতুন কোনও প্রকল্পের ঘোষণাও করতে পারেন | আবার রাজ্যজুড়ে লাগু হবে এমন কোনও প্রকল্পের কথাও ঘোষণা করতে পারেন | তবে তৃণমূল সূত্রে এটাও জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সফরকালে দলের সাংগঠনিক কিছু বৈঠকও হতে পারে যেখানে নিঃসন্দেহে গুরুত্ব পেতে চলেছে পুরনির্বাচন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *