দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন | আর এই কলকাতা পুরসভার ৮৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম দেবাশিস কুমার,যিনি এখন বিধায়কও|এই ওয়ার্ডেই তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেস নেতা জয়দেব ভৌমিক | আর তাঁর পরিবার এই ঘটনায় তাঁকে বাড়িছাড়া করলেন|
কংগ্রেস প্রার্থী জয়দেব ভৌমিককে নিজের পরিবার থেকে শুনতে হল, ‘এত কাজ করেছেন উনি | তারপরেও তুই ওঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিস| এই বাড়িতে ঠাঁই হবে না তোর |’অগত্যা বাক্সপ্যাঁটরা নিয়ে পার্টি অফিসে এসে উঠেছেন কংগ্রেস প্রার্থী জয়দেব ভৌমিক | ৮৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বলছেন, “থাক বাড়ি ঘরদোর। ভোটে আমি লড়বই |” ১৭/১ পণ্ডিতিয়া রোডের বাড়ি ছেড়ে আপাতত জয়দেবের ঠিকানা পার্টি অফিস |রাসবিহারী অ্যাভিনিউয়ের কংগ্রেস কার্যালয় এখন তিনি স্থান পেয়েছেন | এখানেই দিন কাটাচ্ছেন জয়দেব| এমনকী তাঁকে ছেড়ে ১১ বছরের ছেলেকে নিয়ে স্ত্রীও চলে গিয়েছে শ্বশুরবাড়ি | তবুও নিজের অবস্থানে অনড় তিনি | কংগ্রেস প্রার্থীর দাবি, “পকেট থেকে তো এক টাকাও খরচ করছি না | কংগ্রেস নেতা তুলসী মুখোপাধ্যায় আমার সমস্ত খরচ দিচ্ছেন| কেন দাঁড়াব না বলুন তো?”এ খবর কানে গিয়েছে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের | তাঁর কথায়, “বিষয়টা আমি শুনেছি | ওঁর কোনও অসুবিধে হলে আমি পাশে দাঁড়াব|” মা-বাবা নেই | ছোট থেকে মামাবাড়িতে মানুষ জয়দেব| অবিবাহিত মাসিরাই ছোট থেকে তাঁকে মানুষ করেছেন | জয়দেবের কথায়, “মাসিরা আমায় বলেছিলেন, ভোটে দাঁড়াস না বাবা কিন্তু আমি একটা গানে বিশ্বাস করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে |”