Breaking News

নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে,ক্ষোভ উগড়ে দিলেন নির্দল প্রার্থী!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বহিষ্কারের পর এবার কলকাতা পুর নির্বাচনে ৬৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়ের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে | বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডে | এই ঘটনায় ক্ষুব্ধ তনিমা চট্টোপাধ্যায় | তনিমা চট্টোপাধ্যায়ের অভিযোগ, দেওয়াল থেকে তাঁর নাম মুছে দেওয়া হচ্ছে | সেখানে লেখা হচ্ছে তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের নাম | ছিঁড়ে দেওয়া হচ্ছে ফ্লেক্স | কোথাও আবার তনিমা দেবীর ফ্লেক্সের সামনে বসানো হচ্ছে সুদর্শনার কাটআউট | এমনকী তনিমাদেবীর সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ |

বৃহস্পতিবার দেওয়াল লিখন মোছার বিষয়টি জানার পরই ঘটনাস্থলে যান তনিমাদেবী | সেখানে উত্তেজনা ছড়ায়| প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন বলেন, ‘আমি ভোটের ময়দান থেকে সরবো না | ভয় পেয়ে তৃণমূল এখন গা জোয়ারিতে নেমেছে |’ প্রসঙ্গত, তৃণমূল যেদিন কলকাতা পুরভোটের প্রার্থীতালিকা ঘোষণা করেছিল তাতে ৬৮ নম্বর ওয়ার্ডের প্রার্থীর স্থানে নাম ছিল তনিমা চট্টোপাধ্যায়ের | কিন্তু প্রতীক দেওয়ার সময় তৈরি হয় জটিলতা | সমস্যা হয়েছে জানিয়ে প্রতীক দেওয়া হয়নি তনিমাদেবীকে | পরবর্তীতে ওই ওয়ার্ডে সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল | তখনই নির্দল হয়ে লড়ার সিদ্ধান্ত নেন তনিমা চট্টোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *