Breaking News

‘এটা কি নেহাতই যান্ত্রিক ত্রুটি?’‌, বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে জাগোবাংলায় প্রশ্ন তৃণমূলের!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- বিপিন রাওয়াতের মৃ্ত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন তুলে দিল তৃণমূল কংগ্রেস| জাগোবাংলার সম্পাদকীয়তে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটি হলে,হেলিকপ্টার পরীক্ষার সময় সিস্টেমে কেন ধরা পরেনি? কেন ইঞ্জিন বিকল হয়ে মাটিতে পড়ল কপ্টার? স্বয়ংক্রিয় পদ্ধতিতে কপ্টার চালানো যায়, তবুও কেন ভেসে থাকা গেল না? তদন্তে এই প্রশ্ন গুলির উত্তর নিশ্চিতভাবেই উঠে আসবে বলে উল্লেখ করা হয়েছে জাগোবাংলায় | গতকাল যখন হেলিকপ্টার দুর্ঘটনার খবর মুখ্যমন্ত্রী পান, তখন তিনি মালদহের প্রশাসনিক বৈঠক থামিয়ে দিয়েছিলেন | বলেছিলেন, এত দুঃখজনক খবর !‌ বুধবারই তামিলনাড়ুর কুন্নুরে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত এবং ১১ জন সহকর্মীর | এই ঘটনায় শোকপ্রকাশ করা হল তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় | জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘এটা কি নেহাতই যান্ত্রিক ত্রুটি?‌ ‌যান্ত্রিক ত্রুটি হলে, হেলিকপ্টার পরীক্ষার সময় সিস্টেমে কেন ধরা পড়ল না? এমন কি ঘটনা ঘটল যাতে কার্যত ইঞ্জিন বিকল হয়ে মাটিতে আছড়ে পড়ল? এত বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও কেন ভেসে থাকা গেল না?’‌ এই প্রশ্নগুলিই তুলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্রে। তদন্তে এই প্রশ্ন গুলির উত্তর নিশ্চিতভাবেই উঠে আসবে | এটাও মুখপত্রে উল্লেখ রয়েছে | এই দুর্ঘটনা নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌বিপিন রাওয়াত যে লেভেলের হাই প্রোফাইল, তাতে ওনার নিরাপত্তায় যদি কোনও খামতি থেকে যায়, তাহলে দেশের প্রতিরক্ষা নিয়েই প্রশ্ন উঠে যায়| অত্যন্ত স্পর্শকাতর বিষয় | তাই এর থেকে বেশি কিছু বলব না |’‌ ইতিমধ্যে সেই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে| শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া | তার মধ্যেই আগামিকাল নয়াদিল্লিতে প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের শেষকৃত্য সম্পন্ন হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *