তৃন্ময় বেরা, ঝাড়গ্রাম :- বিজেপির সভার পাল্টা সভা করল ঝাড়খন্ড মুক্তি মোর্চা | বুধবার ঝাড়গ্রাম শহরের জামদা সার্কাস ময়দানে সভা করেছিল বিজেপি নেতৃত্ব | সেই সভার পাল্টা বৃহস্পতিবার সভা করল ঝাড়খন্ড মুক্তি মোর্চা | এদিন বক্তব্য রাখতে গিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, জঙ্গলমহলকে সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত ও স্বশাসিত পরিষদ গড়ার দাবি তাঁদের | এদিন তিনি বলেন তাঁদের লক্ষ্য ২০২১ এর বিধানসভা নির্বাচন |
হেমন্ত সোরেন অভিযোগ করে বলেন,শুধু পয়সার জন্য বিজেপি সরকার জনবিরোধী আইন লাগু করছে এবং দেশের জাতীয় সম্পত্তি বিজেপি বিক্রি করছে। এদিন হেমন্ত সোরেন বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আদিবাসী মানুষদের সেই অধিকারকে সামনে রেখে লড়াই করবে। তবে এদিন হেমন্ত সোরেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো মন্তব্য করেননি | এদিন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফ থেকে ঘোষণা করা হয়,একুশের নির্বাচনে ঝাড়গ্রাম, বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার চল্লিশটি বিধানসভা আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে | তাই ভোটের দিন ঘোষণার আগে থেকেই ঝাড়গ্রামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জনসভা করে কার্যত নির্বাচনী প্রচার শুরু করল বলে মত রাজনৈতিক মহলের |