প্রসেনজিৎ ধর :- কল্যাণ ব্যানার্জির গড় হুগলি | সেই হুগলি জেলার রিষড়া পোড়ামাঠে এসেই কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী | তিনি বলেন,তৃণমূল শ্রীরামপুর এলাকাতে মাতব্বরকে নামিয়েছে | খুব বড় বড় কথা বলছে | আমার পরিবারকে নিয়ে আক্রমণ করছে | কিন্তু, আমাকে আমার বাবা-মা, আমার সমাজ কখনও শেখায়নি এই ধরণের আপত্তিকর আচরণ করতে | আমরা বলি কুকুর মানুষের পায়ে কামড়ায় | মানুষ কুকুরের পায়ে কামড়ায় না | বাহাদুর নেতাকে বলি শ্রীরামপুরে গত লোকসভায় আপনি হেরেছেন না জিতেছেন ! রাজীব বন্দ্যোপাধ্যায় না জেতালে আপনি হেরেই যেতেন |
রাজের বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন শুভেন্দু, কিন্তু আজকের প্রচারের গুরুত্ব অনেক বেশি ছিলো রাজনৈতিক মহলের কারণ শুভেন্দু যখন থেকে অরাজনৈতিক ব্যানারে প্রচারে নামেন তখন থেকে লাগাতার শুভেন্দুকে আক্রমণ করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি | সেই কল্যাণ ব্যানার্জির এলকায় এসে শুভেন্দু কি বলেন সেই দিকে নজর ছিলো রাজনৈতিক মহলের | রাগঢাক না করে শুভেন্দু বলেই দিলেন রাজীব ব্যানার্জি না থাকলে কল্যাণ ব্যানার্জির কি হতো|