অভিষেক সাহা, মালদহ :- শাসক দলের ডাকা অনাস্থা ঘিরে বিবাদ মালদহে | চাঁচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস প্রধানের বিরুদ্ধে ডাকা তৃণমূলের অনাস্থা ঘিরে বিবাদ | তৃণমূল সদস্য ও তার ভাইকে মারধরের অভিযোগ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে| যদিও অভিযোগ অস্বীকার কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের| এই ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে | প্রসঙ্গত,২০১৮ পঞ্চায়েত নির্বাচনে মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত কংগ্রেস ৭ টি, তৃণমূল কংগ্রেস তিনটি, সিপিএম দুটি, বিজেপি দুটি এবং নির্দল একটি আসনে জয়লাভ করে | তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বোর্ড গঠন করে কংগ্রেস |পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন কংগ্রেসের গোপাল চৌধুরী | উপপ্রধান পদে নির্বাচিত হন তৃণমূলের মহবুল হক | চলতি মাসের ৬ ডিসেম্বর তৃণমূল নেতৃত্বে বিরুদ্ধে একত্রিত হয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা ডাকে | গতকাল সেই অনাস্থার সিগনেচার ভেরিফিকেশন ছিল | অভিযোগ ব্লক অফিস থেকে সিগনেচার ভেরিফিকেশন করে বেরোনোর পর মহবুল হক সহ অন্যান্য তৃণমূল সদস্যদের ওপর হামলা চালায় গোপাল চৌধুরী নেতৃত্বে দুষ্কৃতীরা | মহবুল হককে বাঁচাতে গিয়ে আহত হন তার ভাই | শুধু তাই নয় গাড়িতে থাকা বাকি পঞ্চায়েত সদস্যদের ও মারধর করা হয় বলেও অভিযোগ |
অনাস্থায় আবেদনকারী উপপ্রধান মহবুল হক বলেন, ‘আর্থিক তছরুপ ও একাধিক প্রকল্পে দুর্নীতিতে যুক্ত মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান গোপাল চৌধুরী | তার বিরুদ্ধে আমরা তৃণমূলের পাঁচজন পঞ্চায়েত সদস্য নির্দল এর তিনজন সদস্য পঞ্চায়েত প্রধান গোপাল চৌধুরী বিরুদ্ধে অনাস্থা আনি | গতকাল সিগনেচার ভেরিফিকেশন করে বাড়ি ফেরার পথে চাঁচলের নিমতলায় আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমার এবং পঞ্চায়েত সদস্যদের ওপর হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ | এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি |’
যদিও হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রধান গোপাল চৌধুরী | তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করা হচ্ছে একেবারে মিথ্যে এবং ভিত্তিহীন | এর সাথে কংগ্রেসের কোন চোখ নেই | ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |