Breaking News

এবার ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি!তীব্র কটাক্ষ তৃণমূলের

দেবরীনা মণ্ডল সাহা :- বিজেপি শাসিত ত্রিপুরার সরকারি বিজ্ঞাপনে শিয়ালদহ উড়ালপুলের ছবি | ‘মাই গভ ত্রিপুরা’ নামে ভেরিফায়েড টুইটার হ্যান্ডেলে শুক্রবার একটি ছবি শেয়ার করা হয় | যেটি মূলত পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে টুইট | সেখানেই দেখা যায় টিলার রাজ্যে চলছে ট্রাম! এরপরই ভালভাবে ছবিটি দেখতেই বোঝা যায় এ ছবি আসলে শিয়ালদহ উড়ালপুলের | স্বভাবতই এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা | এর আগে যোগী রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে সরকারি বিজ্ঞাপনে ব্যবহার করা হয় ‘মা’ উড়ালপুলের ছবি, তারপরেই উত্তরাখন্ডের একটি প্রস্তাবিত বিমানবন্দরের বিজ্ঞাপন করতে গিয়ে কেন্দ্রের অসামরিক পরিবহণ মন্ত্রক ব্যবহার করে অন্ডাল বিমানবন্দরের ছবি | বারবার বাংলার উন্নয়নের ছবি বিজেপি শাসিত রাজ্যে সরকারি বিজ্ঞাপনে কিংবা কাজে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব | যদিও এই টুইট নিয়ে বিতর্ক দানা বাধতেই ত্রিপুরা সরকারের টুইটার হ্যান্ডেল থেকে সেটি সরিয়ে ফেলা হয় |
তবে ইতিমধ্যেই ত্রিপুরা তৃণমূলও তাদের টুইটে এ বিষয়টি তুলে ধরেছে| এ প্রসঙ্গে টুইটারে এআইটিসি ত্রিপুরার তরফে লেখা হয়, ‘ত্রিপুরার বিজেপি কী ভাবে এই রাস্তা এ রাজ্যের বলে দাবি করল? ত্রিপুরায় কি একটাও যত্ন করে পরিচালন করা রাস্তা নেই? বিজেপির বিপ্লব দেব তার মানে এ রাজ্যে কোনও উন্নয়নই করেননি | অদ্ভূত লাগে বিজেপি বার বার কী ভাবে বাংলার মডেল চুরি করে| কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নিজেদের নামে তুলে ধরে |’ যদিও বিজেপির শমীক ভট্টাচার্যের কথায়,”কলকাতাকে সবাই খুব ভালোবাসে | মনে রাখতে হবে, ভুলবশত যে সব ছবি প্রকাশিত হয়েছে, তার কোনওটিই তৃণমূল সরকারের আমলে বাস্তবায়িত হয়নি|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *