প্রসেনজিৎ ধর, কলকাতা :- পুরভোট উপলক্ষে ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস | ইস্তেহার প্রকাশ করে সুব্রত বক্সী বলেন, ইশতেহার হচ্ছে দলের সম্পদ | যেখানে কাজ শেষ হয়েছিল | সেখান থেকেই কাজ শুরু হবে | ইস্তেহারে কলকাতা পুরভোটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে | ‘কলকাতার ১০ দিগন্ত’ নামে একটি প্রকল্পের কথাও বলা হয়েছে | এদিন দলের ইস্তেহার প্রকাশ করে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানান, তৃণমূল কলকাতা পুরভোটে জিতলে শহরে মহিলাদের জন্য নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি নারীদের জন্য বিশেষ টয়লেটও গড়ে তুলবে | পাশাপাশি নিকাশি, পানীয় জলের উপরও জোর দিয়েছে তৃণমূল | তৃণমূল পুরবোর্ড গঠন করলে রাস্তা মসৃণ করা হবে। পাশাপাশি শহরের রাস্তায় সবুজায়নও হবে বলে প্রতিশ্রুতি তৃণমূল রাজ্য সভাপতির |
কলকাতার সংস্কৃতি ও পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও বলেন সুব্রত বক্সী | পাশাপাশি গৃহহীনদের জন্য চারটি নতুন নাইট শেল্টার তৈরির প্রতিশ্রুতিও দেন সুব্রতবাবু | এদিকে এদিন ইস্তেহার প্রকাশ করে নিষ্পত্তি সেল তৈরির কথাও বলেন তৃণমূলের রাজ্য সভাপতি | যেকোনও সমস্যার কথা যাতে সরাসরি ওয়ার্ডের কাউন্সিলরকে জানানো সম্ভব হয়, সেই লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের অফিসে একটি নিষ্পত্তি সেল তৈরি করা হবে |পাশাপাশি একটি অ্যাপের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলা হয়েছে ইস্তেহারে| ইস্তেহারে দাবি করা হয়, সমস্যার কথা জানানোর ১৪ দিনের মধ্যে সেই সমস্যার সমাধান করা হবে পুরসভার তরফে |
ইস্তেহারে কী কী রয়েছে, দেখে নিন এক নজরে –
গর্তবিহীন কলকাতার রাস্তায় নজর।
নিকাশি ব্যবস্থায় নজর, ২০০টি অতিরিক্ত পাম্প বসানো হবে যাতে জল না জমে।
টালিগঞ্জ, যাদবপুরে জল সমস্যা সমাধান করা হবে |
স্বাস্থ্যকেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে | স্বাস্থ্যকেন্দ্রের পাশেই হবে ডায়াগনস্টিক সেন্টার |
গৃহহীনদের রাত্রিবাসের জন্য ১২টি কেন্দ্র তৈরি করা হবে |
৩০টি ডেঙ্গু নির্ধারণ কেন্দ্র তৈরি হবে |
প্রতি ওয়ার্ডে লেডিস টয়লেট, পাশেই থাকবে বেবি কেয়ার রুম |
ঘাট, বাজার, পার্ক পরিষ্কার রাখা হবে |
প্রতি ওয়ার্ডে কমিউনিটি হল হবে |
৫০০ এসি বাসস্টপ হবে |
দ্রুত সমস্যা সমাধানে প্রতি ওয়ার্ডে |
রাজ্যে ১০০টি ইংলিশ মিডিয়াম স্কুল করা হবে |
পাড়ায় পাড়ায় নিষ্পত্তি সেল | যার মাথায় থাকবেন মুখ্যমন্ত্রী নিজে|
‘সমাধান অ্যাপে’র মাধ্যমে ১৪ দিনেই সমস্যা সমাধান |
যে কোনও দরকারেই আর কেএম সি ছুটতে হবে না | সব দফতরেই অনলাইনে আবেদন |
এদিন ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রার্থীরা উপস্থিত ছিলেন | তাঁদের আরও একবার ভোটের লড়াইয়ে নামার আগে ভোকাল টনিক দিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় | তাঁর বক্তব্য, ” কোথায় কোথায় আমাদের দুর্বলতা রয়েছে, কোথায় কাজ বাকি, সেদিকে আরও বেশি করে নজর দিতে হবে | যাঁরা নির্বাচিত হবেন, তাঁরা মনে রাখবেন, যেন সারাবছর এলাকায় আপনাদের দেখা যায় |” সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আত্মতুষ্টি নয়, সকলে একত্রিত হয়ে নির্বাচনী লড়াইয়ে নামুন |”